বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার

সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিনি বলেছেন, বিভিন্ন জটিল সমস্যা মোকাবিলা করে আমরা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের গতি সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে (শীতকালীন) প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৪ বি এবং এসপিএসএসসি-২০২৪ বি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ কুচকাওয়াজ আয়োজন করা হয়।

বিমান বাহিনী প্রধান শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে দুঃসাহসিক আকাশযুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের স্মরণ করেন, যাদের দৃপ্ত প্রত্যয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিমান বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা দেশের আপামর জনগণের স্বার্থে যে সহায়ক ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়।

বিশেষত গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিমান বাহিনীর অকুতোভয় বিমানসেনারা যেভাবে পেশাদারত্ব ও মানবিকতার সঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তা নির্ভেজাল দেশপ্রেমের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। বাহিনীতে সংযোজিত হচ্ছে নতুন নতুন সব সর্বাধুনিক বিমান, র্যাডার, সিমুলেটর এবং সরঞ্জামাদি।

তিনি বলেন, বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য দেশে মানবিক সাহায্য পাঠাতে বিমান বাহিনী দক্ষতা ও পেশাদারত্বের পরিচয় বহন করে।

তিনি বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণকে বিশ্বমানের বলে অভিহিত করেন, যার কারণে বিশ্বের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের অফিসার ক্যাডেটরা এ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে। তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন এবং বিমান বাহিনী একাডেমির সব সদস্যকে ধন্যবাদ জানান।

এ কুচকাওয়াজের মাধ্যমে ১২ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৭৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আসিফ মাহমুদ আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা ৮৫তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট মো. রহমত উল্লাহ শিশির উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট মো. ফাহিম মোর্শেদ রাতুল জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন।

এছাড়াও ৮৫তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মো. ফাহিম মোর্শেদ রাতুল ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন।
শীতকালীন এইসেমিস্টারে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় এ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।…

    Continue reading
    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বুধবার দুপুরে এমব্রেয়ার যাত্রীবাহী প্লেনটি ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত ৩২ যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা

    পাথরবোঝাই ট্রাকে ধাক্কা, ধানবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত

    পাথরবোঝাই ট্রাকে ধাক্কা, ধানবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা