
হাবিবুর রহমান মুন্না
পলাতক সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আছরের নামাজের পর হঠাৎ একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পড়ে। তারা বিলাসবহুল ভবনটির কাঁচের জানালা, চেয়ার-টেবিল, লেপ-তোশকসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এছাড়া বাড়ির বাইরে রাখা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন। তিনি বলেন, “ঘটনাস্থলে অবস্থান করছি এবং আমরা তদন্ত করছি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত।”
এ বিষয়ে স্থানীয় এক যুবক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, “দলটি চিৎকার করতে করতে বাড়িতে ঢুকে নিচতলার আসবাবপত্র ভাঙচুর করে এবং কিছু সময় পর বের হয়ে যায়।”