
সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়েও শেষ পর্যন্ত জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। ২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯১ রানে থেমে যেতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। ফলে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১২ রানে হারতে হলো মুম্বাইকে।
২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই রোহিত শর্মার পরিবর্তে ব্যাট করতে নামা উইল জ্যাকসের উইকেট হারায় মুম্বাই। জ্যাকস করেন মাত্র ৫ রান। ১০ রান করে আউট হন রায়ান রিকেলটন।
১৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকার পর নামান ধির ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৬৯ রানের জুটি। ২৪ বলে ৪৬ রান করে আউট হন নামান। ৪৩ বলে ৬৭ রান করেন সূর্যকুমার। তিলক ভার্মা ২৩ বলে ২৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ৬০ রান এবং এইডেন মারক্রামের ৫৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছিলো লখনৌ সুপার জায়ান্টস। ৫ উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।