শেষ শ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের বাড়িতে মোদী-অমিত শাহ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তার নয়াদিল্লির বাসভবনে পৌঁছান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছান। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক ও বিরোধী দলের নেতারা।

কংগ্রেস সূত্রে জানা গেছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার।

মনমোহনকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ ছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতে যান।

মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব ও অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

৯২ বছর বয়সী মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার। তাকে রাত ৮টা নাগাদ দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।

  • Related Posts

    কষ্টার্জিত জয়ে সেরা দুইয়ে আর্সেনাল

    টেবিলের নিচের দিকে থাকা ইপসউইচের বিপক্ষে আর্সেনালকে আরও দাপুটে দেখতে চেয়েছিলেন ভক্তরা। ইমিরেটস স্টেডিয়ামে উত্তর লন্ডনের ক্লাবটি সে খেলা অবশ্য দেখাতে পারেনি। প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও অন্তত জয়টা…

    Continue reading
    মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

    বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়, বানিয়েছেন আকরাম…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    কষ্টার্জিত জয়ে সেরা দুইয়ে আর্সেনাল

    কষ্টার্জিত জয়ে সেরা দুইয়ে আর্সেনাল

    মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

    মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

    বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারও প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান

    বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারও প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান

    ভারতীয় সীমান্তে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ মরদেহ

    ভারতীয় সীমান্তে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ মরদেহ

    অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই

    অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই

    কাকরাইল মসজিদ ঘিরে উত্তেজনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

    কাকরাইল মসজিদ ঘিরে উত্তেজনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

    আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের

    আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার রেকর্ড জিম্বাবুয়ের

    বছর শেষে ওটিটিতে ব্যস্ত মোশাররফ করিম

    বছর শেষে ওটিটিতে ব্যস্ত মোশাররফ করিম

    অস্ট্রেলিয়ায় নেয়ার প্রলোভন দেখিয়ে জিম্মি, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার

    অস্ট্রেলিয়ায় নেয়ার প্রলোভন দেখিয়ে জিম্মি, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার

    ভোটার হওয়ার বয়স ১৭ করার পক্ষে ড. ইউনূস

    ভোটার হওয়ার বয়স ১৭ করার পক্ষে ড. ইউনূস