শান্তি আলোচনায় ‘কার্ড’ রাশিয়ার হাতে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যেকোনো শান্তি আলোচনায় ‘কার্ড’ বা নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মনে করার কারণ হিসেবে রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের অনেক ভূখণ্ড নিজেদের দখলে নেয়ার বিষয়টি উল্লেখ করেছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ফ্লোরিডায় সৌদি আরব-সমর্থিত বিনিয়োগসংক্রান্ত একটি আলোচনা শেষে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট এই সাক্ষাৎকার দেন।

তিন বছর আগে ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। এই যুদ্ধ বন্ধে প্রচেষ্টা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গত মঙ্গলবার সৌদি আরবে বৈঠক করেছেন মার্কিন ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি রাশিয়া যুদ্ধের ইতি টানতে চায়, আমি আসলেই তা বিশ্বাস করি। আমার মনে হয়, তাদের হাতে অল্প কিছু কার্ড আছে। কারণ তারা অনেক ভূখণ্ড দখলে নিয়েছে। তাদের হাতে কার্ড আছে।’

রাশিয়া শান্তি চায়-এ কথা তিনি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি।’

এদিকে ইউক্রেন ‍যুদ্ধ ইস্যুতে গত কয়েকদিন ধরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে রীতিমতো বাগযুদ্ধ চলছে। গত বুধবার ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে’ আটকা পড়েছেন।

জেলেনস্কির এই মন্তব্যের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিৎ দ্রুত পদক্ষেপ নেয়া। তা না হলে দেশ তার হাতে থাকবে না।’

তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চাইছেন ট্রাম্প। সেই লক্ষ্যে এরই মধ্যে সৌদি আরবে বৈঠক করেছে মার্কিন ও রুশ কর্মকর্তারা। কিন্তু ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এর বিরোধিতা করছেন। এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জেলেনস্কিই রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন। তার এটা করা উচিৎ হয়নি। তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় রয়েছেন। তিনি ইউক্রেনীয় জনগণের কাছে খুবই অজনপ্রিয়। তার জনপ্রিয়তার হার মাত্র ৪ শতাংশ।

পরদিন বুধবার  ট্রাম্পের এসব বক্তব্যের পাল্টা জবাব দেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে বারবার ভুল তথ্য দিচ্ছেন। যা তিনি বলছেন তা মস্কো থেকে আসছে।

  • Related Posts

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রাজধানীর খিলগাঁও মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি…

    Continue reading
    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও করা বন্ধে পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, নামাজের সময় মুসল্লি ও ইমামের ছবি বা ভিডিও করার জন্য কেউ ক্যামেরা ব্যবহার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    খিলগাঁও মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

    অটো চালাচ্ছেন সালমান

    অটো চালাচ্ছেন সালমান

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    মহান একুশে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান