লাল কার্ডের পর বড় শাস্তির মুখে ভিনিসিউস

ভিনিসিউস জুনিয়র মাঠে জাদু দেখান। বল পায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন তিনি। কিন্তু মাঠে আচরণের বেলায়? ভিনিসিউস হয়ত ডাহা ফেল করবেন। মাঠে নিয়মিতই মেজাজ হারিয়ে দলকে ভোগান্তিতে ফেলছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। গতকাল রাতেও মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে যখন তার দল রিয়াল মাদ্রিদ পিছিয়ে, ঠিক তখন মেজাজ হারিয়ে লালকার্ড দেখেছেন ভিনিসিউস জুনিয়র। শেষ পর্যন্ত ১০জনের দল নিয়েও রিয়াল ম্যাচটা জিতলেও বড় শাস্তির শঙ্কায় তিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এই লালকার্ডকে অন্যায্য সিদ্ধান্ত বলে মনে করছেন।

গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের উইঙ্গার ভিনিসিউস প্রতিপক্ষের রক্ষণভাগে বিরামহীনভাবে ত্রাস ছড়িয়ে গেছেন। তাকে থামাতে একের পর এক ফাউল করে গেছে কার্লোস করবিনের দল। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে পড়ে যান। ফলে তিনি পেনাল্টির আবেদন করেন।


সেই মুহূর্তে, স্বাগতিক দলের গোলরক্ষক দিমিত্রিয়েভস্কি, যিনি ইতোমধ্যে একটি হলুদ কার্ড পেয়েছিলেন, পেনাল্টির দাবি করা ভিনিসিয়াসের পেছনে এসে দাঁড়ান। দিমিত্রিয়েভস্কি যতদূরসম্ভব ব্রাজিলিয়ানের পিঠে স্পর্শ করেছিলেন এবং হয়তো তার চুল হালকাভাবে টান দিয়েছিলেন। জবাবে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখিয়ে ভিনিসিয়াস দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভুলবশত মেসিডোনিয়ান গোলরক্ষকের ঘাড়ে আঘাত লেগে যায়।

রেফারি সোতো গ্রাদো রিভিউ দেখে রিয়ালের এই উইঙ্গারকে সরাসরি লাল কার্ড দেখান। যা লা লিগায় রিয়ালের এই তারকার সরাসরি দেখা প্রথম লাল কার্ড। লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভিনিসিউস। তিনি মাঠ ছাড়তে অপারগতা প্রকাশ করে রেফারির দিকে তেড়ে আসার চেষ্টা করেন। তার সতীর্থ অ্যান্টনি রুডিগার এবং দানি সেবায়োস তাকে নিবৃত্ত করে মাঠের বাইরে পাঠান।

এই ঘটনায় বড় নিষেধাজ্ঞা নেমে আসতে পারে ভিনিসিউসের ওপর। দুই থেকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে নিষেধাজ্ঞার মাত্রা নির্ভর করছে রেফারির আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্টের ওপর। যদি এই ঘটনা আরএফইএফ’র ডিসিপ্লিনারি কোডের ১০৩ আর্টিকেলের পরিপন্থী হয়, এই নিষেধাজ্ঞা ৪ ম্যাচের হতে পারে। সে ক্ষেত্রে তিনি দেপোর্তিভো মিনেইরার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচ, স্প্যানিশ সুপার কাপে মায়োর্কার বিপক্ষে সেমিফাইনালের দুই ম্যাচ এবং কোপা দেল রে’র পরবর্তী রাউন্ড মিস করবেন।


রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এই লালকার্ড মেনে নিতে পারছেন না। তার মতে, এই ঘটনায় ভিনিসিউস এবং ভ্যালেন্সিয়ার গোলরক্ষক উভয়কেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা উচিত ছিল। এই লাল কার্ড তুলে নেয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এটায় ভিনিসিউস জুনিয়রকে লাল কার্ড দেখানোর মতো ছিল না এবং আমরা আবেদন করব। গোলরক্ষক তাকে ধাক্কা দিয়েছে এবং ভিনি তাতে সাড়া দিয়েছে। এটায় উভয়েরই হলুদ কার্ড দেখা উচিত ছিল এবং ব্যাপারটা সেখানেই থামা উচিত ছিল।’


তবে সাবেক আন্তর্জাতিক রেফারি ইতুরালদে গঞ্জালেস এটিকেই লাল কার্ডই মনে করেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি লাল কার্ড কারণ তিনি তার মুখে আঘাত করেছেন। বুকে ধাক্কা দিলে হলুদ কার্ড হতে পারে, যদি না এটি ঘুষি হয়, তবে নিয়ম অনুযায়ী মুখ স্পর্শযোগ্য নয়।’


এখন দেখার বিষয় ভিনিসিউসকে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

  • Related Posts

    বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা

    আগামী বৃহস্পতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় যশোরে এ…

    Continue reading
    এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি

    চীন, মালয়েশিয়ার পর এবার ভারতেও শনাক্ত হলো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। সোমবার (৬ জানুয়ারি) সকালে দেশটির কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুটি শিশুর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা

    বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা

    এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি

    এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি

    পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

    পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

    রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান

    রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান

    ভারতে এখন সবার শীর্ষে ‘পুষ্পা ২’, সেরা পাঁচে যেসব সিনেমা

    ভারতে এখন সবার শীর্ষে ‘পুষ্পা ২’, সেরা পাঁচে যেসব সিনেমা

    মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

    মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

    শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

    শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়, ৬ রাজ্যে জরুরি অবস্থা জারি

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়, ৬ রাজ্যে জরুরি অবস্থা জারি

    ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক

    ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক

    ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির

    ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির