রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ডালে, প্রকৃতি সেজেছে মোহনীয় সাজে

হাবিবুর রহমান মুন্না।।

প্রকৃতি মানেই স্বস্তির জায়গা, আর তা যদি হয় ফুলে ফুলে সজ্জিত তাহলে তো কথাই নেই। ফুল প্রকৃতির অলংকার। ঋতুচক্রে প্রতি দুই মাস পর পর নানা রঙের ফুল প্রকৃতিকে রাঙিয়ে তোলে।

এমনই এক ফুল কৃষ্ণচূড়া এই গ্রীষ্মের প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে। এ সময়টায় বাইরে বের হলেই প্রকৃতিতে অহরহ চোখে পড়ছে কৃষ্ণচূড়ার মাথায় রঙের খেলা। রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ডালে। সবুজ প্রকৃতির মাঝে লাল হয়ে ফুটে থাকা নয়নাভিরাম কৃষ্ণচূড়া ফুল সবুজ প্রকৃতিকে অলংকৃত করেছে। এতে প্রকৃতি মোহনীয় সাজে সেজে উঠেছে। গ্রীষ্মের তপ্ত রোদেও মন ভালো করে দিচ্ছে চোখজুড়ানো কৃষ্ণচূড়া ফুল। এ ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছেন ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষ।

সরেজমিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কের পাশে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে, বাড়িঘর ও জলাশয়ের পাশে মনভোলানো সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল। গাঢ় লাল, কমলা, হালকা হলুদ রঙের ফুলে ফুলে সেজে উঠেছে কৃষ্ণচূড়ার প্রতিটি শাখাপ্রশাখা। অসম্ভব সুন্দরের বর্ণছটায় কৃষ্ণচূড়া প্রকৃতিতে দিয়েছে এক নতুন মাত্রা। এ ফুলের মনকাড়া সৌন্দর্যে চলতি পথে পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন। কৃষ্ণচূড়ার এমন বাহারি রূপে বিমোহিত হয়ে কেউ কেউ মোবাইল ফোনে তুলছেন স্থির চিত্র, কেউ কেউ নিচ্ছেন ভিডিও চিত্র। উঠতি বয়সী কিশোরী ও তরুণীদের খোপা ও চুলের বেনিতে শোভা পাচ্ছে এ ফুল। শিশুরাও খেলছে এ ফুলে।

জানা গেছে, কৃষ্ণচূড়া এক ধরনের বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এটির ইংরেজি নাম ফ্লেম ট্রি। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ। এটি গুলমোহর নামেও পরিচিত। সাধারণত বসন্তে এ ফুল ফোটে। তবে এটি বসন্তকালে ফুটলেও গ্রীষ্মকাল পর্যন্ত চলে এ ফুলের প্রদর্শন। এ ফুল চার পাপড়িবিশিষ্ট। পাপড়িগুলো ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। কৃষ্ণচূড়ার পাতা সবুজ। প্রতিটি পাতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটার লম্বা হয় এবং ২০ থেকে ৪০টি উপপত্র বিশিষ্ট। সাধারণত এ গাছে ফুল আসলেই গাছটি সহজেই নজরে আসে। এর ফুল মন কেড়ে নেওয়ার মতো সুন্দর হয়। এ ফুলের ঝলমলে রঙের খেলায় যেকেউ সহজে আকৃষ্ট হয়।

স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন বলেন, এই গ্রীষ্মে প্রকৃতিকে সাজিয়ে তোলা ফুলগুলোর মধ্যে সৌন্দর্যে অন্যতম কৃষ্ণচূড়া ফুল। এ ফুলের সৌন্দর্য প্রতি বছরই মানুষ মন খুলে উপভোগ করেন। আমাদের বাড়ির পাশে একটি বহু পুরনো কৃষ্ণচূড়া গাছ আছে। প্রতিদিন সকালে আশপাশের শিশুরা গাছের নিচ থেকে ঝরা ফুল কুড়িয়ে নেয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উম্মে সানিয়া নুপুর বলেন, দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ লাল রং ছড়িয়ে দিয়েছে। ছোটবেলায় কৃষ্ণচূড়া গাছের তলা থেকে এ ফুল কুড়িয়ে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখতাম। ছোটবেলা থেকেই এ ফুলের প্রতি আমার বিশেষ আকর্ষণ রয়েছে। তাই প্রতিবার কৃষ্ণচূড়া ফুটলে আমি তা মন খুলে অবলোকন করি।

প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কৃষ্ণচূড়া একটি পরিচিত গাছ। এ গাছ মনোমুগ্ধকর ফুলের জন্য বিখ্যাত। আজ থেকে তিন-চার দশক আগেও এ উপজেলায় প্রচুর কৃষ্ণচূড়া গাছ ছিল। নতুন করে তেমন একটা এ গাছ রোপণ হচ্ছে না বলে দিন দিন এ গাছের সংখ্যা কমে যাচ্ছে। এ গাছে ফুল আসলে ফুলের সৌন্দর্যে প্রকৃতি রঙিন হয়ে ওঠে। এ ফুলের টুকটুকে লাল রং সহজেই আকৃষ্ট করে। তাই এ ফুলের প্রতি মানুষের আলাদা একটা টান রয়েছে।

  • Related Posts

    যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, গরমে যাত্রীদের দুর্ভোগ

    যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা নাগাদ এ ত্রুটির ঘটনা ঘটে।…

    Continue reading
    ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

    ইরানে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, গরমে যাত্রীদের দুর্ভোগ

    যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, গরমে যাত্রীদের দুর্ভোগ

    ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

    ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

    রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ডালে, প্রকৃতি সেজেছে মোহনীয় সাজে

    রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ডালে, প্রকৃতি সেজেছে মোহনীয় সাজে

    শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

    শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

    ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধে বড় সিদ্ধান্ত

    ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধে বড় সিদ্ধান্ত

    রেমিট্যান্স বাড়ছে, নেপথ্যে যেসব কারণ

    রেমিট্যান্স বাড়ছে, নেপথ্যে যেসব কারণ

    চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে: বিদ্যুৎ উপদেষ্টা

    চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে: বিদ্যুৎ উপদেষ্টা

    ভারত-পাকিস্তান উত্তেজনা, পক্ষ না নিয়ে যা বললেন ট্রাম্প

    ভারত-পাকিস্তান উত্তেজনা, পক্ষ না নিয়ে যা বললেন ট্রাম্প

    রাঙামাটিতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

    রাঙামাটিতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

    রেফারির বিপক্ষে বিদ্রোহ, তবুও ফাইনাল খেলবে রিয়াল!

    রেফারির বিপক্ষে বিদ্রোহ, তবুও ফাইনাল খেলবে রিয়াল!