মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারের বাকরির একটি ফার্নিচার কারখানার শ্রমিক হোস্টেলে একদল বিদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ গুরুত্বর আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
মঙ্গলবার (১২ নভেম্বর) জোহর রাজ্যের মুয়ারের বাকরির একটি ফার্নিচার কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মুয়ার জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ।
সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ারদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
আহতদের মধ্যে এক বাংলাদেশি শ্রমিক স্থানীয় সুলতানাহ ফাতিমা স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতের নাম ও পরিচয় জানা যায়নি।
পলাতক আরেক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য অভিযান সক্রিয়ভাবে চালানো হচ্ছে এবং হোস্টেলে সংঘর্ষের কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
দণ্ডবিধির ৩০২ ধারা ও দণ্ডবিধির ৩২৪ ধারায় তদন্তে সহায়তার জন্য ওই চারজনকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।