মালয়েশিয়ায় চুরির অভিযোগে গ্রেফতার হওয়া বন্ধুকে ছাড়িয়ে নিতে পুলিশকে ৩ হাজার ৯০০ রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টায় অভিযুক্ত ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন দেশটির কুয়ালা সেলাঙ্গর ম্যাজিস্ট্রেট আদালত।
শুক্রবার (৩ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট সিতি হাজার আলী এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কুয়ালা সেলাঙ্গর কার্যালয়ে সাক্ষ্য দিতে হাজির হওয়ার সময় সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
সন্দেহভাজন ওই বাংলাদেশি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া তার এক বন্ধুকে ছেড়ে দিতে কুয়ালা সেলাঙ্গর পুলিশ স্টেশনের সদস্যদের ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।
সেলাঙ্গর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক ওরফে সেলিম জানান, দুদক আইন ২০০৯ এর ১৭ (বি) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।