মালয়েশিয়ায় পাসপোর্ট ও কনস্যুলার সেবা সংক্রান্ত বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন দেশটির পেনাং ও জহুর প্রদেশে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয় পেনাংয়ের বুকিত মার্তেজাম, জর্জ টাউন ও জহুর বাহরু অগ্রনী রেমিটেন্স হাউজ থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। 

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) ও রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাংয়ের বুকিত মার্তেজামের অগ্রণী রেমিটেন্স হাউজ অফিস এবং শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাংয়ের জর্জ টাউন এলাকার বাংলাদেশের অনারারি কনস্যুলেট অফিস থেকে সরাসরি ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন বাংলাদেশিরা। এ জন্য আগামী ১৪ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

অন্যদিকে, ২৫ ও ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বাহরুর অগ্রণী রেমিটেন্স হাউজ অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিতে পারবেন বাংলাদেশিরা। এ জন্য আগামী ২১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে একইসঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল)-এর হেল্প লাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

এপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, আবেদপত্র জমা প্রক্রিয়া সম্পন্নকরণ করা হবে। ই-পাসপোর্টের আবেদনপত্র দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে। এপয়েন্টমেন্টের ভিত্তিতে আগে আসলে আগে সেবা প্রদান করা হবে। এপয়েন্টমেন্ট গ্রহণকারীদের অবশ্যই নির্দিষ্ট তারিখ ও স্থানে দুপুর ১২টার আগে রিপোর্ট করতে হবে। অন্যথায় এপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য হবে। 

কনস্যুলার সার্ভিসে যা যা থাকছে: পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, লেটার অব ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়নপত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন- সব রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কনস্যুলার টিমের কাছে জমা করতে হবে। 

এছাড়া বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসী স্কিম খোলার ব্যাপারে উদ্বুদ্ধকরণ, ট্রাভেল পারমিট ইস্যু, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হওয়ার আবেদন ও গণশুনানিও এই সার্ভিসে থাকছে।

  • Related Posts

    শৈত্যপ্রবাহ কয়দিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস

    দেশজুড়ে আবারও হাড়কাঁপানো শীত আসছে। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে। বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্য দিয়ে কয়েক…

    Continue reading
    ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

    দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। প্রথমে ২০ একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা ১২০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শৈত্যপ্রবাহ কয়দিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস

    শৈত্যপ্রবাহ কয়দিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস

    ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

    ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

    ফেনীর উত্তর সহদেবপুর এলাকায় মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

    ফেনীর উত্তর সহদেবপুর এলাকায় মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

    দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

    দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

    ১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

    ১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

    যুক্তরাষ্ট্রে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন কমিটি

    যুক্তরাষ্ট্রে ঢাবি অ্যালামনাই ফোরামের নতুন কমিটি

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

    লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু

    আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ

    আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ

    হৃদয়-মেয়ার্সের জুটিতে ৭ উইকেটের জয় বরিশালের

    হৃদয়-মেয়ার্সের জুটিতে ৭ উইকেটের জয় বরিশালের