
মালদ্বীপে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় ১৭ বাংলাদেশিসহ ৫৫ জন অভিবাসী শ্রমিককে আটক করে অভিবাসন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।
কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় শনিবার (৭ ডিসেম্বর) প্রেসিডেন্ট বাসভবনের (মুলিয়াগে) বাইরে বিক্ষোভ সমাবেশ করেন একদল অভিবাসী শ্রমিক।
এ সময় ঘটনাস্থল থেকে ৫৫ জনকে আটক করে পুলিশ। স্থানীয় গণমাধ্যম সান এমবি এ তথ্য নিশ্চিত করেছে। মালদ্বীপ পুলিশের একজন মুখপাত্র জানান, মোট ৫৫ জন অভিবাসী কর্মীকে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে নেয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন বাংলাদেশি এবং ৩৮ জন ভারতীয়।
তবে তারা কোন কোম্পানিতে কাজ করেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে আমরা মালদ্বীপ সরকারের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
মালদ্বীপে কর্মরত অভিবাসী শ্রমিকদের বেতন না দেয়ার ঘটনা আগেও ঘটেছে। এর ফলে বিক্ষোভ ও সংঘর্ষও হয়েছে। বিশেষ করে অভিবাসী শ্রমিক যারা নিম্নমানের কাজ করে, তারা বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
মালদ্বীপের আইনে কর্মচারীদের বেতন না দেয়া আইনত অপরাধ। তা সে মালদ্বীপের নাগরিক হোক বা অভিবাসী শ্রমিক হোক। তবে অনেকাংশেই আইনের কঠোর প্রয়োগ নেই।
অভিবাসী শ্রমিকদের অভিযোগ, নিয়োগকর্তারা তাদের মজুরি আটকে রাখেন এবং থাকার জন্য নিম্নমানের ছোটো ছোটো বাসস্থান দেয়া হয়। এমনকি তাদের পাসপোর্টসহ অন্যান্য অফিসিয়াল নথিপত্রও আটকে রাখা হয়।