
মালদ্বীপে নেপালী যুবকের ছুরিকাঘাতে প্রবাসী একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তি বর্তমানে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির বাণিজ্যিক শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
গুরুত্বর আহত প্রবাসী বাংলাদেশির নাম মো. রাহিজ মিয়া। বয়স আনুমানিক ৫০ বছর। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্য মতে, থাসিরু ক্যাফের রাঁধুনী বাংলাদেশি রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন এক নেপালী যুবক। কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে কথাকাটাকাটি হলে, ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে।
এসময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে দ্রুত দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান সময় সংবাদকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে প্রবাসী ভাইকে দেখতে গিয়েও দেখা হয়নি। কারণ তার অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তাকে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও একই কথায় জানিয়েছেন।
বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণও সংগ্রহ করেছেন তারা।