ভিনিসিয়ুসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিস, তারপরেও রিয়ালের জয়

ভ্যালেন্সিয়া ১ : ২ রিয়াল মাদ্রিদ

একটা সময় মনে হচ্ছিল, এই ম্যাচে বুঝি রিয়াল মাদ্রিদের কিছুই ঠিকঠাক হবে না। মনে হচ্ছিল, এই ম্যাচে হারই বুঝি রিয়ালের একমাত্র নিয়তি।

আর হবে না-ই বা কেন! ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। বিরতির পর মিনিট দশেকের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পেল রিয়াল, কিন্তু পেনাল্টি মিস করলেন জুড বেলিংহাম। এর একটু পরেই কিলিয়ান এমবাপ্পে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়েও গোল পেলেন না অফসাইডের কারণে। এরপর আবার ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখলেন প্রতিপক্ষ গোলরক্ষককে আঘাত করে। ম্যাচের তখন নির্ধারিত সময়ের মিনিট দশেকের মতো বাকি। এই ম্যাচে রিয়ালের বাজি পক্ষে বাজি ধরা তখন খুব সাহসী কাজ।

কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ। শেষ বাঁশির আগে হারার অভ্যাস নেই তাদের। বদলি নামা লুকা মদরিচের গোলে সমতা ফেরানোর পর যোগ হওয়া সময়ে বেলিংহামের গোলে শেষ পর্যন্ত এই ম্যাচও নাটকীয়ভাবে ২-১ গোলে জিতে নিল কার্লো আনচেলত্তির দল।

দুর্দান্ত এই জয়ে নতুন বছরে লা লিগার পয়েন্ট তালিকায়ও শীর্ষে চলে এলো রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৩৮। এই শীর্ষস্থান রিয়াল ধরে রাখতে পারবে অন্তত ১২ জানুয়ারি পর্যন্ত। কারণ, এর আগে আতলেতিকো মাদ্রিদের লিগে কোনো ম্যাচ নেই।

ম্যাচের শুরুর ২০ মিনিটে দুই দলই একাধিক সুযোগ পেয়েছে। তবে কাজে লাগাতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণের পর ২৭ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রিয়ালের দুর্ভাগ্যই আসলে। খুব কাছ থেকে নেওয়া ভ্যালেন্সিয়া মিডফিল্ডার হাভিয়ের গেররার শট কোনো রকমে ফিরিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু দুরোর ফিরতি শট আর ঠেকাতে পারেননি।

বিরতির আগেই সমতা ফেরানোর ভালো দুটি সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ভালভার্দের দারুণ এক শট বেরিয়ে যায় একেবারে ক্রসবার ঘেঁষে। ভিনিসিয়ুসের শট কোনো রকমে ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তলে দিমিত্রিয়েভস্কি।

বিরতির পর মাঠে নেমেও সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৫২ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। অবশ্য সেটা পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল কি না, সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে রিয়াল সেই সুযোগটা নিতে পারেনি। বেলিংহাম শট মিস করেছেন পোস্টে লাগিয়ে। রিয়ালের ইংলিশ মিডফিল্ডার শট নেওয়ার আগেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গোললাইন থেকে বেরিয়ে এসেছিলেন, ভ্যালেন্সিয়ার কয়েকজন খেলোয়াড় ঢুকে পড়েছিলেন বক্সেও। এসব ক্ষেত্রে সাধারণত আবার পেনাল্টি শট নিতে দেন রেফারি। কিন্তু এদিন কেন দেননি, সেটাও একটা প্রশ্ন।

রিয়ালের দুর্ভাগ্য অবশ্য তখনো শেষ হয়নি। একটু পরেই ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

ম্যাচে রিয়াল সবচেয়ে বড় ধাক্কাটা খায় ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়ুস। লাল কার্ড দেখতে হয় তাঁকে। রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ছবিটা পুরো পাল্টে যায় অভিজ্ঞ লুকা মদরিচকে এর পরপরই বদলি নামানো হলে। ৮৫ মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ক্রোয়াট এই মিডফিল্ডার। এরপর আসে সেই রিয়ালের ‘ম্যাজিক-মোমেন্ট’। যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে বেলিংহামের গোল দুর্দান্ত এক জয় এনে দেয় রিয়ালকে।

নাটকীয় এই জয়ের দিনে একটা দারুণ কীর্তিও গড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে পেরিয়েছে ৫০০০ পয়েন্টের মাইলফলক। লা লিগার শুরু থেকে এখন পর্যন্ত রিয়ালের অর্জিত মোট পয়েন্ট ৫০০২।

এর মধ্যে কত পয়েন্ট পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয়ভাবে জিতে পেয়েছে রিয়াল, সেটাও একটা গবেষণার বিষয় হতে পারে!

  • Related Posts

    ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির

    প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য জয়টি কঠিনই ছিল। বহুচেষ্টা করেও খেলার মূল সময়ে গোল করতে পারেনি ক্লাবটি। অবশেষে অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে কষ্টার্জিত উপহার দিয়েছেন উসমানে ডেম্বেলে। এএস মোনাকোকে ১-০…

    Continue reading
    দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা প্রবীর মিত্র

    সদ্যপ্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ আজ দুপুরে বিএফডিসিতে নেয়া হবে। সেখানে ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর মুসলিম রীতি অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন হবে অভিনেতার। জানা যায়, সোমবার (৬ জানুয়ারি)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির

    ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির

    দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা প্রবীর মিত্র

    দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা প্রবীর মিত্র

    স্পন্সরশিপ ভিসা বন্ধ করল কানাডা

    স্পন্সরশিপ ভিসা বন্ধ করল কানাডা

    ৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় ৯ জানুয়ারি সভা

    ৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় ৯ জানুয়ারি সভা

    যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে বড় শীতকালীন ঝড়, ‘উচ্চ সতর্কতা’

    যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে বড় শীতকালীন ঝড়, ‘উচ্চ সতর্কতা’

    মুগদায় অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    মুগদায় অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    ২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর

    ২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর

    বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

    বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

    দক্ষিণ কোরিয়ায় যে কারণে চাকরি হারায় বাংলাদেশিরা

    দক্ষিণ কোরিয়ায় যে কারণে চাকরি হারায় বাংলাদেশিরা

    সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

    সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার