ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। এতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। মিচেল স্টার্কের উইকেটের পতনের মাধ্যমে শেষ হয় অসিদের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়া গুটিয়ে যেতে পারতো একশর আগেই। কেননা ভারতীয় পেসারদের তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল!

৫১তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় পেসার হার্ষিত রানাকে উড়িয়ে মারতে যান স্টার্ক। ব্যাটের কানায় লেগে বল উড়াল দেয় আকাশে। এরপর জমা জয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ১১২ বলে ২৬ রান করেন স্টার্ক। যা অস্ট্রেলিয়ার এই ইনিংসের সর্বোচ্চ। ৩১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড।

এর আগে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ১৫০ রানে অলআউট হয় ভারত। এত কম রান করেও ৪৬ রানের লিড পেয়ে ছোট একটি রেকর্ডও করলো ভারতীয়রা। প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করে টেস্টে ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রানের লিড পেল ম্যান ইন ব্লুজরা।

আজ পার্থে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা অ্যালেক্স কেরে আজ যোগ করতে পারেন কেবল ২ রান। জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৩১ বলে ২১।

চেষ্টা করে পিচে টিকে থাকতে পারেননি নাথান লায়নও। ১৬ বলে ৫ রান করে রানার বলে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তখন অস্ট্রেয়িার দলীয় রান ৭৯। এরপর বাকি সবই করেন স্টার্ক।

এর আগে গতকাল শুক্রবার ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে নেমে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসে ৩ উইকেট। একাই ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বুমরাহ।

দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (০) তুলে নেন বুমরাহ।

টিকতে পারেননি ট্রাভিস হেডও (১৩ বলে ১১)। অভিষিক্ত পেসার রানার টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হন বাঁহাতি অসি ব্যাটার। মিচেল মার্শ ১৯ বল খেললেও করতে পারেন ৬ রান।

থিতু হয়ে থাকার প্রাণপণ চেষ্টা করেন মারনাস লাবুশেন। ৫২টি বল খেলেন তিনি। রান করেন মাত্র ২। প্যাট কামিন্সকে দাঁড়াতে দেননি বুমরাহ। ৫ বলে ৩ রান করে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন বুমরাহ, অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের দখল নেন হার্ষিত রানা ও ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

  • Related Posts

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম…

    Continue reading
    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড…

    Continue reading

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আকাশে ওড়ার পরেই খসে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    আওয়ামী লীগের টাকায় কুমিল্লায় বিএনপি ও অন্যান্য দলের রাজনীতি চলছে: হাসনাত আবদুল্লাহ

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    ফিলিস্তিনে বাংলাদেশিদের প্রথম এতিমখানা উদ্বোধন

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল

    জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন, কবিতা-স্লোগানে মুখর কাকরাইল