বিদায় প্রায় নিশ্চিত আফগানিস্তানের, সেমিতে অস্ট্রেলিয়া

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে অসিদের।

দুই ম্যাচে পয়েন্ট হারালেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা নিয়েছে স্টিভ স্মিথের দল।

তবে বিপদে পড়েছে আফগানিস্তান। তারা প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে। বি-গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারালে বিদায় হয়ে যাবে আফগানদের, গ্রুপসেরা হয়ে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর যদি ৩০১ রান তাড়া করে কমপক্ষে ২০৭ রানে ইংলিশদের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, তাহলে সেমিতে যাবে আফগানিস্তান। যা বাস্তবিক অর্থে অসম্ভবই বটে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির শুরুর আগ পর্যন্ত ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর আর খেলাই শুরু করা যায়নি।

অপরাজিত থাকেন দুই ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রানে অলআউট হওয়া আফগানিস্তানের ইনিংসের শুরুটা মোটেও সুখকর ছিল না। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (৫ বলে ০) হারায় আফগানরা। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৩।

দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি করেন দুই ব্যাটার ইব্রাহিম জাদরান ও সিকিকুল্লাহ। ২৮ বলে ২২ রান করে বিদায় নিতে হয় ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা জাদরানকে। পরবর্তী ব্যাটার রহমত শাহও ভালো করতে পারেননি। ২১ বলে ১২ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

সিদিকুল্লাহ খেলেন ৮৫ রানের (৯৫ বল থেকে ৬ চার ৩ ছক্কায়) প্রশংসনীয় ইনিংস। তার আউটের পর অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি (৪৯ বলে ২০) ও মোহাম্মদ নবিও (১ বলে ১ রান করে রানআউট) দ্রুত বিদায় নেন। ১৯৯ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান।

শেষ দিকে দাপুটে ব্যাটিং করে আফগানিস্তানকে লড়াই করার মতো পুঁজি গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন আজমতউল্লাহ। অষ্টম উইকেটে রশিদ খানের সঙ্গে ৩৬ রানের, নবম উইকেটে নুর আহমেদের সঙ্গে ৩৭ রানের জুটি করেন তিনি।

শেষ ওভারে বেন ওয়ারসুইসকে দুটি ছক্কা হাকিয়ে ৬৩ বলে ৬৭ রানে থামেন আজমতউল্লাহ। ১ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন ওয়ারসুইস, ২টি করে উইকেট শিকার করেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা। আফগানিস্তানের হয়ে ১ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।

  • Related Posts

    মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি

    পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার…

    Continue reading
    রমজান শুরুর আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের

    আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে রীতিমতো ‘সয়াবিন তেল’ আতঙ্ক পেয়ে বসেছে ভোক্তাদের। প্রায় দুই মাস ধরে সরবরাহ সংকটে থাকা সয়াবিন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি

    মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি

    রমজান শুরুর আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের

    রমজান শুরুর আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিন তেলের

    কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

    কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

    ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হোয়াইট হাউজ থেকে বেরিয়ে এক পোস্টে চারবার ‘ধন্যবাদ’ দিলেন জেলেনস্কি

    ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হোয়াইট হাউজ থেকে বেরিয়ে এক পোস্টে চারবার ‘ধন্যবাদ’ দিলেন জেলেনস্কি

    জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি

    জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি

    সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেলো বিএসএফ, হাসপাতালে মৃত্যু

    সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেলো বিএসএফ, হাসপাতালে মৃত্যু

    মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮, ধাওয়া দিয়ে গণপিটুনিতে নিহত ২

    মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮, ধাওয়া দিয়ে গণপিটুনিতে নিহত ২

    বিদায় প্রায় নিশ্চিত আফগানিস্তানের, সেমিতে অস্ট্রেলিয়া

    বিদায় প্রায় নিশ্চিত আফগানিস্তানের, সেমিতে অস্ট্রেলিয়া

    আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

    আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

    ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি

    ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি