
ফরিদপুর সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। এ সময় ওই এলাকার নজরুল ব্যাপারীর ছেলে বাদশা ব্যাপারীর সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুল শেখের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। ওই সময় স্থানীয়রা দুজনকে শান্ত করে দেয়। এ ঘটনার জের ধরে বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।