প্রথম দিনেই রেকর্ড আয় করল শাকিবের ‘দরদ’

একদিকে রহস্যের বেড়াজাল, অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি। এ যেন শুধু মেগাস্টার শাকিবকে দিয়েই সম্ভব। ‘দরদ’ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে শাকিবিয়ানদের। আর এমন সাহসী পদক্ষেপে প্রশংসিত হচ্ছেন নির্মাতা অনন্য মামুনও। নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে বাংলাদেশ-ভারতসহ শুক্রবার (১৫ নভেম্বর) ২২টি দেশে মুক্তি পেয়েছে ‘দরদ’।

ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, ‘দরদ’ সিনেমার মূল চালিকাশক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক শাকিবের দেখে মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক।

ঈদের সময় সিনেমা দেখতে দর্শকের যেমন আবেগ কাজ করে, উৎসবহীন সময়ে দর্শককে হলে আনা ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ফলে যারা আসছেন, তাদের প্রত্যাশার পারদ খানিকটা বেশি থাকা মোটেও অস্বাভাবিক নয়। দর্শকের অনেকেই সিনেমার টেকনিক্যাল নানা বিষয়ে যেমন কথা বলছেন, তেমনি সিনেমাটি কোয়ালিটিফুল নাকি যারা দেখতে যাচ্ছেন তারাই ফুল হয়ে যাচ্ছেন এমন প্রশ্নও উঠছে।


নেটিজেনদের অনেকেই বলছেন, রহস্যের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টায় সফল নির্মাতা অনন্য মামুন। পাশাপাশি বাংলা সিনেমার গতানুগতিক ধারা পাল্টানো এবং শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের পরীক্ষায়ও উতরে গেছেন তিনি।


প্রথম সপ্তাহে দেশে ৮৩ হলে মুক্তি পেলেও, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে; এমনটাই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ‘দরদ’ দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙা হবে, এমনটাই প্রত্যাশা নির্মাতার।


এদিকে, স্টার সিনেপ্লেক্সের বরাতে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাসে ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে ‘দরদ’ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে।


প্রেক্ষাগৃহ মালিক ও কর্তাব্যক্তিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ‘দরদ’। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার টাকার টিকিট বিক্রি করে। তাছাড়া শাকিবের ‘রাজকুমার’ ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকার বেশি।

প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

  • Related Posts

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি প্রায় ৩২ ঘণ্টা ধরে চলমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টায় এসে কাকরাইল…

    Continue reading
    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব। রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি…

    Continue reading

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রিয়ালে ৭১ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

    রিয়ালে ৭১ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

    মুক্তি পেল শাওকীর নতুন সিরিজ ‘গুলমোহর’

    মুক্তি পেল শাওকীর নতুন সিরিজ ‘গুলমোহর’

    যেসব শর্তে খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার

    যেসব শর্তে খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার

    ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম দফায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক

    ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম দফায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক

    শুল্ক ইস্যুতে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলো ভারত

    শুল্ক ইস্যুতে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলো ভারত

    রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩

    রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩

    ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

    ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের