পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরার আগে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম প্রস্তুতি ম্যাচেই টাইগারদের বাস্তবতা বুঝিয়ে দিল পাকিস্তান ‘এ’ দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে শান্তদের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করে ৩৮ ওভার ২ বলে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫ ওভার ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান ‘এ’ দল। 

রান তাড়ায় পাকিস্তানকে শুরুটা ভালো করতে দেননি বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা পাওয়ারপ্লেতে তুলে নেন পাকিস্তানের দুই উইকেট। পাওয়ারপ্লের পরেও বেশ আঁটসাঁট বোলিং করেছে টাইগাররা। ফলাফলও এসেছে তাতে। শতরান পেরোনোর আগে পাকিস্তানের তৃতীয় উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব।

শুরুতে উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেললেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে দলকে জয় এনে দেন ‘এ’ দলের  অধিনায়ক মোহাম্মদ হারিস এবং মুবাশ্বির খান। ৭৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হারিস। মুবাশ্বির অপরাজিত থাকেন ৬৩ রানে।  

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।

বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম আজ ৬ রানের বেশি করতে পারেননি। ইনিংসের প্রথম ২ বলে ৬ রান তোলা এই ব্যাটার ফেরেন প্রথম ওভারের তৃতীয় বলে। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথেই হেটেছেন অধিনায়ক।

টপ অর্ডারে তামিম-শান্ত তেমন রানের দেখা না পেলেও ভালো শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। তবে ইনিংস বড় করতে না পারার সমস্যাটাই আরও একবার পোড়ালো তাকে। ৪ চারে ৩৫ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি। 

সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। ব্যক্তিগত ১৯ রান করে হৃদয় বিদায় নিলে ভাঙে এই জুটি। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম হাল ধরতে পারেননি দলের। দলীয় ১৩১ রানে তার বিদায়ের পর ভেঙে পড়ে মিডল অর্ডার।

৪৪ রান করা মিরাজকে উসামা যখন আউট করেন, তখন বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। ৫ রানের ব্যবধানে এরপর জাকের আলী ফিরলে বাংলাদেশের দেড়শ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তবে শেষদিকে তানজিম সাকিবের ২৭ বলে ৩০ এবং নাসুম আহমেদের ১৬ বলে ১৫ রানে ভর করে কোনোমতে ২০০ রান পেরোয় টাইগাররা।

পাকিস্তান শাহিনসের হয়ে ৪ উইকেট নিয়েছেন উসামা মীর। দুটি উইকেট নিয়েছেন মুবাশ্বির খান।

  • Related Posts

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    চার ঘণ্টা ধরে চলমান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। এরপরই সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উভয় কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে…

    Continue reading
    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরুর জেরে বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েছে। ফলে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও ডলারের দামে। সোমবার (২১…

    Continue reading

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট