
রাজধানীর পল্লবীতে বহুতল ভবনে আগুনে ৭০ বছরের এক নারী নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৫ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বর্ধিত পল্লবীর একটি আবাসিক বহুতল ভবনে আগুন লাগে। ১২ তলা ভবনের আটতলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে রাত ৭টা ৩৮ মিনিটে।
তালহা বিন জসিম বলেন, পরে আগুন লাগা ভবন থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান।