
ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) মুলুগু জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের ইনফরমার সন্দেহে দুই আদিবাসী লোককে হত্যা করার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এর আগে তেলেঙ্গানা পুলিশের বিশেষ বাহিনী (মাওবাদ বিরোধী এলিট গ্রেহাউন্ডস) চালপাকা জঙ্গলে মাওবাদীদের দেখতে পায় এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
পুলিশ জানায়, এ সময় মাওবাদীরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
এতে বন্দুকযুদ্ধে সাত বিদ্রোহী নিহত হয়। যাদের মধ্যে সিপিআই (মাওবাদী) কমান্ডার ৩৫ বছর বয়সের ভদ্রু ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্নাও আছে।
এ সময় মাওবাদীদের দখলে থাকা একে-৪৭, জি৩ আইএনএসএএস রাইফেল ছাড়াও অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে নিরাপত্তা বাহিনী।
মুলুগু জেলায় মাওবাদীদের পুনর্গঠিত হওয়ার চেষ্টা এবং তাদের কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার প্রেক্ষিতে গত কয়েক বছরের মধ্যে রোববার সবচেয়ে বড় মাওবাদী বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
গত ২১ নভেম্বর মুলুগুতে মাওবাদীদের হাতে দুইজন আদিবাসী লোককে পুলিশের চর সন্দেহে হত্যা করা হয় বলে জানা গেছে।