
দক্ষিণ কোরিয়ার আনসান শহরে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেয়ায় প্রবাসী বাংলাদেশিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফ্রেবুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ইনছন বাংলাদেশ ইন কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন অপ্রীতিকর কাণ্ডে জড়িয়ে পড়েন।
ঘটনার বর্ণনা দিয়ে ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (আইবিসি) সভাপতি শামীম আল মামুন বলেছেন, একুশে ফ্রেবুয়ারি রাত ১২টার দিকে শহীদ মিনারে সর্বপ্রথম ফুল দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
এর কিছুক্ষণ পর ফুল দেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা নেমে যাওয়ার পর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন শহীদ মিনারে ফুল দিতে উঠেই জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন।
তিনি আরও বলেন,
অনেকক্ষণ ধরে স্লোগান দিতে থাকেন তারা। তাদেরকে থামতে বলা হলেও তারা কারও কথায় কর্ণপাত করেননি।আইবিসি ফুল দিতে গেলে তাদেরকে ফুল দেয়ার কোন সুযোগ দেয়া হয়নি। এর ফলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
আল মামুন আরও বলেন, এরপর প্রবাসী বাংলাদেশিরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শহীদ মিনার থেকে নামিয়ে দেয়। তারপর আইবিসির লোকজন ফুল দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি শামীম আল মামুন।
দক্ষিণ কোরিয়ার আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো বলেন,
আমাদের নেতাকর্মীরা ফুল দিয়ে স্লোগান দিচ্ছিল। আমরা ফুল দিয়ে সেখান থেকে নেমে যাওয়ার আগেই ইনছন বাংলাদেশ কমিউনিটির লোকজন শহীদ মিনের উঠে আসে এবং বিশৃংখলা সৃষ্ঠি করে।আমি বিষয়টি বুঝিয়ে সমাধান করার চেষ্টা করি।