দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমের স্টিলফন্টেইন প্রদেশের একটি অব্যবহৃত খনিতে অন্তত ৪ হাজার অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে। বিষয়টি নিশ্চিত করে স্টিলফন্টেইনের প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বর্তমানে স্থগিত রয়েছে।

স্টিলফন্টেইনের প্রাদেশিক সরকারের মুখপাত্র সাবাতা মোকগওয়াবোন জানিয়েছেন, আবহাওয়া পরিষ্কার হলে উদ্ধার তৎপরতা আবার শুরু হবে। গত ২ নভেম্বর এ দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে অর্ধশতাধিক শ্রমিক মার্গারেট শ্যাফ্ট নামের খনিটি থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়। তবে মাটির নিচে এখনো অন্তত চার হাজার শ্রমিক আটকা রয়েছে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণে রেখেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ফলে অভিযান আপাতত বন্ধ রাখতে হয়েছে।

মোকগওয়াবোন জানান, মঙ্গলবার উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য দড়ি ব্যবহার করে খনির ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা কয়েক হাজার খনি শ্রমিক এবং বেশ কয়েকজনের লাশ দেখতে পান। আটকে পড়া খনি শ্রমিকদের খাবার ও পানীয় জল সরবরাহ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন।

খনিটি থেকে বের হয়ে আসা ৫৫ জন শ্রমিকদের সবাই অভিবাসন আইন লঙ্ঘন করে দেশটিতে আছে জানিয়ে মোকগওয়াবোন বলেন, অবৈধ অভিবাসন ও অবৈধ খনি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সোনার লোভে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিম, গাউটেং ও ফ্রি স্টেটের মতো প্রদেশগুলোতে অব্যবহৃত ও বন্ধ সোনার খনিতে অবৈধভাবে খোঁড়াখুঁড়ি অব্যাহত রেখেছে অনেকে। এদের বেশিরভাগই লেসোথো ও জিম্বাবুয়ের নাগরিক। অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে তারা কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে। 

এদিকে বৃহস্পতিবার খাদ থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। খনিতে আটকে থাকা শ্রমিকদের আত্মীয়স্বজন ও বন্ধুরা সোনার খনির কাছে জড়ো হয়ে প্রতিবাদ করছে।

  • Related Posts

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    তিন দফা দাবি আদায়ে শুক্রবার জুম্মার নামাজের পর গণ-অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাকরাইল মোড়েই অবস্থান করবেন। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত…

    Continue reading
    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি রাতেও চলছে। রাতভর এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বৃহস্পতিবার (১৫ মে) দিনভর আন্দোলনের পর গভীর রাতেও কাকরাইল মসজিদ…

    Continue reading

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    ইসরায়েলি বর্বর হামলা একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৫৩ হাজার ছাড়ালো

    ইসরায়েলি বর্বর হামলা একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৫৩ হাজার ছাড়ালো

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বেনজেমার দল

    দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বেনজেমার দল

    ট্রেলার প্রকাশ্যে, বয়কটের মুখে আমিরের ‘সিতারে জমিন পার’

    ট্রেলার প্রকাশ্যে, বয়কটের মুখে আমিরের ‘সিতারে জমিন পার’

    বাংলাদেশকে অভিবাসী শ্রমিক তদন্ত প্রত্যাহারের অনুরোধ মালয়েশিয়ার

    বাংলাদেশকে অভিবাসী শ্রমিক তদন্ত প্রত্যাহারের অনুরোধ মালয়েশিয়ার

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩