তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে তারা সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন।

খবর ছড়িয়ে পড়লে একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে ব্যস্ত সড়ক মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসায় তারা আশ্বস্ত হয়ে বিকেলে রেলগেট থেকে অবরোধ তুলে নেন। এরপরই সরকার বিষয়টি আবার টালবাহানা শুরু করে। এ কারণে তাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয় না ছেড়ে সেখানেই অবস্থান করছেন। তারা অনশনে বসেছেন। আর দাবি আদায়ে ফের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজের সামনে আমতলী-গুলশান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা ‘এক, দুই, তিন চার, সব শালারা বাটপার’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে দাবি তুলে ধরছেন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আজাহার উদ্দিন নামে এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘আমরা শুনেছি, আমাদের প্রতিনিধিরা যে দাবি জানিয়েছিলেন, সেটা শিক্ষা উপদেষ্টা মেনে নিয়েছিলেন। তিনদিনের মধ্যে কমিশন করে দেবেন বলেও তিনি জানিয়েছিলেন। পরে কিছু কর্মকর্তা ও উপদেষ্টা ষড়যন্ত্র শুরু করেন। তারা দ্বিমত জানানোয় বিষয়টি আটকে গেছে। এজন্য আমরা আবারও রাস্তায় এসে বিক্ষোভ করছি। দাবি না মানা পর্যন্ত এ বিক্ষোভ চলবে।’

এর আগে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে ‘বারাসাত ব্যারিকেড’ কর্মসূচি করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী—বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান। তাছাড়া বিকেল ৩টার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান কলেজের ১৪ জন শিক্ষার্থী।

সচিবালয়ে অনশনে যারা

সচিবালয়ে বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলে থাকা ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন- মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

জানা গেছে, সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন।

  • Rofiq Kazi

    Related Posts

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার হামলায় ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই হামলায় আহত হয়েছে আরও ১৮ জন। কৃষ্ণসাগরীয় ওই অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল…

    Continue reading
    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৫৬ নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দু পাড়ায় অবস্থান করছে। এদের মধ্যে সোমবার (১৮ নভেম্বর) সকালে ৪৪ জন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮

    মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

    মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

    পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো অস্ট্রেলিয়া

    পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো অস্ট্রেলিয়া