
জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেন তিনি।
সোমবার (২৪ মার্চ) শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে শোকের প্রতীক কালো রংয়ের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখেন,
বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।
বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎই মাঠে আজ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে নেয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার।
অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে সাভারের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হয়েছে তামিমের।
চিকিৎসকরা বলছেন, তামিমের হার্টে একটি শতভাগ ব্লক রয়েছে। তাই হার্টে রিং পরানো হয়েছে তাকে। বর্তমানে নিবিড় পর্যেবেক্ষণে রয়েছেন জনপ্রিয় এ ক্রিকেটার।