
এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। পয়েন্ট তালিকায় এখন সবচেয়ে তলানীর দলটির নাম কেকেআর। অথচ তারা কিন্তু আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন দল। সেই তারাই এখন জয়ের জন্য ধুঁকছে।
চতুর্ত ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হলো সানরাইজার্স হায়দরাবাদের। কলকাতার ইডেন গার্ডেনে আজ টস করতে নেমে জিতলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।
সানরাইজার্স হায়দরাবাদও খেলেছে তিন ম্যাচ। এর মধ্যে জয় মাত্র একটিতে। কেকেআরের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে তারা রয়েছে আট নম্বরে।
টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে আছে কেকেআর। ১৬ রানেই তারা হারিয়েছে ২ উইকেট। কুইন্টন ডি কক ১ রানে এবং সুনিল নারিন আউট হন ৭ রান করে। এ রিপোর্ট লেখার সময় কেকেআরের সংগ্রহ ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান। ৭ রানে আজিঙ্কা রাহানে ও ৫ রানে ব্যাট করছেন অংক্রিশ রঘুভানশি।