বিখ্যাত রক ব্যান্ড পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার গুনতে রাজি মিউজিক কোম্পানি সনি মিউজিক। বিষয়টি নিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্যান্ডটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমসের
পিংক ফ্লয়েডের অন্যতম স্রষ্টা রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর মতপার্থক্য বিষয়টিকে জটিল করে তুলেছে। স্বত্ব বিক্রি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে কোনো চুক্তি করা সম্ভব হবে না।
কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। ২০২২ সালে স্বত্ব কিনতে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।
সব ছাপিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়েছে ব্যান্ডটি। এসব গানের ‘মানি’, ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’, ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’–এর মতো ৫০ বছরের হিট গানগুলো রয়েছে।
পিংক ফ্লয়েডের সঙ্গে যুক্ত একজন বলেন, ব্যান্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সনি মিউজিকের সঙ্গে চুক্তিটি হবে কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংগীতের স্বত্ব কিনতে অ্যাপোলো নামের একটি প্রতিষ্ঠান সনি মিউজিকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্ব কিনতেও আলোচনা চালিয়ে যাচ্ছে সনি মিউজিক। এতে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করতে রাজি আছে প্রতিষ্ঠানটি।
এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গান কিনেছে কোম্পানিটি। বব ডিলানও চুক্তি করেছেন।
পিংক ফ্লয়েডের বাইরে একক ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। গিলমোর সম্প্রতি নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। এ বছরের ট্যুরের পরিকল্পনাও করছেন তিনি।
তবে চুক্তির বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। সনিও কোনো মন্তব্য করেনি।