কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

হাবিবুর রহমান মুন্না।।

আজ শুক্রবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় রোডে নেক্সেরা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লায় ‘জুলাইস্পিড ৭.৫ মিনি ম্যারাথন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

এ ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তাক ফয়েজী। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯৩৫ জন পুরুষ ও ৬৫ জন নারীসহ মোট ১,০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। নেক্সেরা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুরুষ বিভাগে ওলি উল্লাহ এবং মহিলা বিভাগে সুইটি আক্তার প্রথম স্থান অর্জন করেন।
৭.৫ কিলোমিটার (সাধারণ) পুরুষ বিভাগে ক্রমানুসারে বিজয়ী হয়েছেন ময়নাল, আজিজুল ইসলাম, আতিক, নূর মোহাম্মদ রাব্বি, স্বপন, মোহাম্মদ নূর রাব্বি, সফিউল্লাহ ও জাকারিয়া হাসান সজীব। অন্যদিকে, মহিলা বিভাগে বিজয়ী হয়েছেন মায়াচিং মারমা, আফিফা নওরিন, তাহমিনা আক্তার সাজু, ইসমা, তামান্না ও সেলিনা।

প্রধান অতিথির বক্তব্যে নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তাক ফয়েজী বলেন, “এই ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করে। নেক্সেরা ফাউন্ডেশনের এই আয়োজন বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে।” তিনি ম্যারাথনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও আয়োজকদের ধন্যবাদ জানান।
‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্যে আজ সকাল ছয়টায় ম্যারাথনটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তাক ফয়েজী এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ম্যারাথনটি কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে শুরু হয়ে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে প্রথম রেজবিন সংগ্রহ করে, এরপর ইউটার্ন নিয়ে কান্দিরপাড় হয়ে পুলিশ লাইনে গিয়ে দ্বিতীয় রেজবিন সংগ্রহ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ‘আমার মা পৃথিবী’র স্বত্বাধিকারী আব্দুল্লাহ বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হায়দার আলী, সিলভার ডেভেলপার্সের আলহাজ্ব ফারুক আহমেদ, বিএমবি ব্রিকসের মো. আজাদ হোসাইন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের দফতর সম্পাদক ও জিটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, ইরা ডেভেলপার্সের ইফতিয়ার রেজা আশিক আহমেদ শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার সদস্য সচিব মো. রাশেদুল হাসান।
এছাড়াও, নেক্সেরা ফাউন্ডেশনের আয়োজকদের মধ্যে মো. রফিকুল ইসলাম রকি, ওসমান, শাহ আরেফিন, সালমান করিমসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৯ মে) রাতে নিজের ভেরিফায়েড…

    Continue reading
    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

    ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু…

    Continue reading

    দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

    দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

    ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ

    শনিবার সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে

    শনিবার সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জে

    ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

    ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ