করাচিতে ‘নিজ দেশে খেলার অনুভূতি’ পেয়েছেন আফগান ওপেনার

পাকিস্তান ও আফগানিস্তানের মানুষের ধর্মীয় অনুভূতি প্রায় একই বা খুব কাছাকাছি। দু’দেশের মধ্যে পার্থক্য তৈরি করেছে কেবল ডুরান্ড লাইন। তবে দু’দেশের মধ্যে রাজনৈতিকভাবে কিছুটা দূরত্ব রয়েছে। পাশাপাশি ক্রিকেটে নতুন হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে আফগানিস্তান। সব মিলিয়ে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ককে অম্ল-মুধুরও বলা যায়।

গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে আফগানিস্তান। যদিও প্রোটিয়াদের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা। তবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এত বেশি আফগান সমর্থক ছিলেন, মনে হয়েছে এটি আফগানিস্তানেরই ঘরের মাঠ।

দল বড় পরাজয়ের শিকার হলেও আফগান সমর্থকরা পুরো ম্যাচ জুড়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। মাঠের পরিবেশকে অসাধারণ করে তুলেছেন তারা। ম্যাচের পর আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ জানান, করাচির মাঠের বিপুল পরিমাণ দর্শক তাকে নিজ দেশে খেলার অনুভূতি দিয়েছে।

গুরবাজ বলেন, ‘আমরা অনুভব করছিলাম যেন ঘরের মাঠে খেলছি। আমরা কখনোই আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। বেশিরভাগ ম্যাচ দুবাইয়ে খেলি। তবে দর্শকদের প্রায় পুরো স্টেডিয়াম ভরিয়ে দিতে দেখে খুবই ভালো লাগছিল।’

নিরাপত্তার কারণে আফগানিস্তানে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আফগান ক্রিকেটাররা আশা, তাদের দেশেও আন্তর্জাতিক খেলা আয়োজন করা হবে। সেই প্রত্যাশা কথা উল্লেখ করে গুরবাজ বলেন, ‘আমি আশা করি শীঘ্রই সেই সময় আসবে, যখন আমরা আফগানিস্তানে খেলতে পারবো। এটি একটি দারুণ অনুভূতি হবে…।’

শুক্রবার দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৩১৫ রানের জবাবে ২০৮ রানে অলআউট হয় আফগানিস্তান। গুরবাজ মনে করছেন, প্রত্যাশার চেয়ে উইকেটের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। যে কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।

গুরবাজ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য আমরা এই ধরনের উইকেট আশা করিনি…। আমরা একটু ধীরগতির পিচের প্রত্যাশা করছিলাম। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে অজুহাত খোঁজা ঠিক হবে না।’

আফগানিস্তান বড় কোনো দলকে হারালে অনেকে সেটিকে অঘটন বলে থাকেন। গুরবাজ এ মন্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, ‘আমাদের দলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। আমরা কেবল কয়েকটি দলকে হারাইনি; পাকিস্তান বা ইংল্যান্ডের মতো দলকেও হারিয়েছি। আমরা প্রায় প্রতিটি দলকেই কোনো না কোনো প্রতিযোগিতায় পরাজিত করেছি। তাহলে মানুষ কীভাবে এটিকে অঘটন বলে? এটি মোটেও সম্মানজনক নয়। আমাদের প্রধান শক্তি বোলিং, তবে আমাদের ব্যাটিংও ভালো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পরেও দল ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী গুরবাজ বলেন, ‘একটি শক্তিশালী দল সবসময় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।’

  • Related Posts

    মিরপুরে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় চুরি

    রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ উঠেছে। এ…

    Continue reading
    পেন্টাগনে অস্থিরতা সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন যৌথ বাহিনী প্রধান এয়ার ফোর্স জেনারেল সি কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন তিনি।  এ ছাড়া পেন্টাগনের শীর্ষস্থানীয় পাঁচজন অ্যাডমিরাল…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মিরপুরে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় চুরি

    মিরপুরে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় চুরি

    পেন্টাগনে অস্থিরতা সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প

    পেন্টাগনে অস্থিরতা সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প

    পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩

    পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩

    চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ডাকেটের রেকর্ডগড়া ইনিংস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ

    ডাকেটের রেকর্ডগড়া ইনিংস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ

    দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

    দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

    মালয়েশিয়ায় ১৩ দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মালয়েশিয়ায় ১৩ দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    নতুন দলের আত্মপ্রকাশ ‘২৬ ফেব্রুয়ারি’, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত

    নতুন দলের আত্মপ্রকাশ ‘২৬ ফেব্রুয়ারি’, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত

    এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি

    এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি

    চীনে নতুন ‘করোনাভাইরাস’ আবিষ্কার, ছড়াতে পারে মানুষের শরীরে

    চীনে নতুন ‘করোনাভাইরাস’ আবিষ্কার, ছড়াতে পারে মানুষের শরীরে