এবার তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।তারা হলেন-পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর। ৩১ ডিসেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তারা বিধি অনুযায়ী, অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ হাসিনা সরকারের পতনের তার আমলে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় সবশেষ তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও সর্বশেষ ট্যুরিস্ট পুলিশে কর্মরত খন্দকার মহিদ উদ্দিনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

একই দিন আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) ইমাম হোসেনকে অবসর দেয় সরকার।

তার আগে ২৭, ২২, ২১ ও ১৩ আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (উপমহাপরিদর্শক পদমর্যাদা) মো. মোজাম্মেল হক ও কেএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত উপমহাপরিদর্শক) সরদার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একইসঙ্গে অতিরিক্ত মহাপরিদর্শক (সাবেক সিআইডি প্রধান) মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) জয়দেব কুমার ভদ্রকে অবসরে পাঠানো হয়।

তাছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অতিরিক্ত মহাপরিদর্শক-সুপারনিউমারারি) মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে (উপমহাপরিদর্শক পদমর্যাদার) অবসর দেওয়া হয়।

এছাড়া এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ৭ আগস্ট ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। তাদের দুজনকেও চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

আর আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ১৩ আগস্ট।

  • Related Posts

    ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে এক ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

    জাতীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে গিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। হামলাকারীদের গ্রেফতারে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন…

    Continue reading
    কনকনে শীতের মধ্যেই বৃষ্টির আভাস

     কনকনের শীতের মাঝেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দেখছে আবহাওয়া অফিস। এ সময় কমবে রাত ও দিনের তাপমাত্রা। শনিবার (৪ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে এক ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

    ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে এক ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

    কনকনে শীতের মধ্যেই বৃষ্টির আভাস

    কনকনে শীতের মধ্যেই বৃষ্টির আভাস

    প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

    প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

    ঘুসের মামলায় সাজা হবে ট্রাম্পের

    ঘুসের মামলায় সাজা হবে ট্রাম্পের

    হাড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন

    হাড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন

    লাল কার্ডের পর বড় শাস্তির মুখে ভিনিসিউস

    লাল কার্ডের পর বড় শাস্তির মুখে ভিনিসিউস

    হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

    হাসপাতালে প্রবীর মিত্র, শারীরিক অবস্থার অবনতি

    আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

    আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

    বিয়ের খবর ভাইরাল, তাহসান বললেন, এখনো বিয়ে হয়নি

    বিয়ের খবর ভাইরাল, তাহসান বললেন, এখনো বিয়ে হয়নি

    মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান: বাংলাদেশিসহ ১৩৮ প্রবাসী আটক

    মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান: বাংলাদেশিসহ ১৩৮ প্রবাসী আটক