
দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা যাচ্ছে।
দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড়পর্দায় না থাকলেও ওটিটি মাধ্যমে তার অভিষেক ঘটেছে এই ঈদে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল এ দুই তারকাকে। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকাশিল্পী।
‘তান্ডব’ নামে নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের। পরিচালনা করছেন রায়হান রাফি। ঈদের আগে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন তারা। তবে এ সিনেমায় শাকিবের বিপরীতে জয়া অভিনয় না করলেও, তিনি সিনেমার প্রধান একটি নারী চরিত্রে থাকছেন, এমনটাই জানা গেছে। এক যুগ পর পর্দায় দর্শক আবারও দেখবেন শাকিব-জয়ার রসায়ন। নির্মাতা সুত্রে জানা যায়, সিনেমাটি ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যেই নির্মিত হতে যাচ্ছে।
এদিকে একসঙ্গে খুব বেশি কাজ না করলেও জয়া আহসান ও শাকিব খান দুজনেই এককভাবে ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। জয়া আহসান ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেন। সেখানকার সিনেমা নিয়ে তার ব্যস্ততা চোখে পড়ার মতো। দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পেয়েছিল তার দুটি সিনেমা। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার অভিনীত সিরিজ ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুন। এ সিরিজ দিয়েই প্রথমবার প্রধান চরিত্র দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করলেন এ অভিনেত্রী। সব মিলিয়ে দারুন সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।
এদিকে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানও আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করছেন। বর্তমানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র ব্যস্ত নায়ক তিনি। তাই তাকে নিয়েই আলোচনা-সমালোচনাও হয় বেশি। গত বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি প্রচুর সমালোচনা মাথা সইতে হয়েছে এ অভিনেতাকে। তবে এ নায়ক অনেকটা ঈদকেন্দ্রিক হয়ে গেছেন। গত বছর ঈদ ছাড়া তার অভিনীত ‘দরদ’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটি সাফল্য পায়নি। সম্প্রতি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব অভিনীত দুটো সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। সিনেমাদুটো নিয়ে নিজের সঙ্গেই নিজেকে লড়াই করতে হচ্ছে এ অভিনেতাকে। দুটো সিনেমাতেই তিনি সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বিদেশি নায়িকা, যা গত কয়েকবছর ধরেই তার সিনেমায় দেখা যাচ্ছে। শাকিব এখন বিদেশি নায়িকাতেই মজেছেন এমন কথাও শোনা যায় মিডিয়া পাড়ায়। এবার তাই সিদ্ধান্ত বদলে ফের দেশের নায়িকাকেই মন দিলেন এ অভিনেতা। দেশের নায়িকাদের সঙ্গে শুরু করলেন ‘তান্ডব’।