
আউটসোর্সিং কোম্পানি এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএনবিএইচডি (ইএসকেএল)-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, `২০২৩ সালের ২২ সেপ্টেম্বর এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএনবিএইচডি (ইএসকেএল)-এর সঙ্গে হাইকমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ধারা ৮(বি) অনুযায়ী, হাইকমিশন এই চুক্তি বাতিলের লিখিত তিন মাসের নোটিশ প্রদান করছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।’
ইএসকেএল-এর সঙ্গে চুক্তি সম্পর্কিত অন্তর্ভুক্ত বিধান অনুযায়ী সব বিষয়ের সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে কোনো তথ্য জানার জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইএসকেএল কর্তৃপক্ষকে যোগাযোগ করতে বলা হয়।
চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যাত্রা শুরু করে ইএসকেএল। ৫ বছরের চুক্তি হলেও এক বছর না হতেই এই চুক্তি বাতিল করলো বাংলাদেশ হাইকমিশন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা, সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন তৎকালীন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি।