কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসজুড়ে উত্তাল ছিল দেশ। আগস্টের শুরু থেকে ক্ষণে ক্ষণে পাল্টে যায় দৃশ্যপট। যার চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ছাত্র-জনতার একদফা আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভেঙে দেওয়া হয় মন্ত্রিসভা, বিলুপ্ত ঘোষণা করা হয় জাতীয় সংসদ।
শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপরেখা মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। ৬ আগস্টে রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্বদ্যিালয়ের দুজন অধ্যাপক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দীর্ঘ বৈঠক করেন। সেখানে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্রান্সে থাকা ড. ইউনূস দুবাই হয়ে দেশে ফেরেন বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে। রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন তিনি। গঠিত এ সরকারের সামনে এখন বহু চ্যালেঞ্জ। তরুণদের দাবি মেনে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ গড়ার কাজ শুরু করবেন ৮৪ বছর বয়সী এ নোবেলজয়ী অর্থনীতিবিদ।
বিশ্লেষকরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে শান্তি ফেরানো। এরপর ব্যাংকিং খাত গতিশীল করতে হবে। পাশাপাশি শিল্প-কারখানা নিরবচ্ছিন্নভাবে চালু রেখে উৎপাদন স্বাভাবিক করতে হবে। পাশাপাশি প্রশাসন ঢেলে সাজানো, শিক্ষাব্যবস্থা, বিচারব্যবস্থা, বন্দর স্বাভাবিক করার মতো চ্যালেঞ্জ উতরাতে হবে।
মাসব্যাপী ছাত্রদের আন্দোলন দমনে মাঠে ছিল পুলিশ ও র্যাব। আন্দোলন আরও বেগবান হলে সরকার সীমান্ত থেকে বিজিবি সদস্যদের ফিরিয়ে এনে রাজপথে নামায়। কারফিউ ও সেনা মোতায়েনের পরও আন্দোলন দমানো যায়নি। উল্টো পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। শুধু পদত্যাগ নয়, দেশও ছাড়েন তিনি। এরপর থানাগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা, থানা থেকে অস্ত্র লুটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। ৫ আগস্টের পর টানা তিনদিন নিষ্ক্রিয় পুলিশ।
পুলিশ বাহিনী নিষ্ক্রিয়তায় বেড়ে যায় অপরাধ। হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার খবর আসতে থাকে। অনেকে ফেসবুকে সহায়তার আকুতি জানিয়ে পোস্ট দেন। সবশেষ বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে ডাকাতির আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন খোদ সেনাপ্রধান।