
বৃহস্পতিবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর স্থগিত করা হয় আইপিএল। ওই সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয়নি, আসলে কতদিন এই টুর্নামেন্ট স্থগিত থাকবে। যে কারণে কেউ কেউ ধারণা করেছিলেন অনির্দিষ্টকালের জন্য এ আসর স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে আইপিএল। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া এ তথ্য জানিয়েছেন।
সাইকিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) তাৎক্ষণিকভাবে এক সপ্তাহের জন্য চলমান টাটা আইপিএল ২০২৫-এর বাকি অংশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে পরামর্শ করে টুর্নামেন্টের নতুন সময়সূচি ও ভেন্যু সম্পর্কে পরবর্তী আপডেট ঘোষণা করা হবে।’
সাইকিয়া আরও বলেন, ‘সব প্রধান অংশীদারদের সঙ্গে যথাযথ পরামর্শের পর আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের উদ্বেগ ও অনুভূতি প্রকাশ করেছে, তেমনি সম্প্রচারকারী, স্পনসর এবং সমর্থকদের মতামতও জানিয়েছে। বিসিসিআই আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি ও প্রস্তুতির উপর সম্পূর্ণ আস্থা রাখলেও বোর্ড সকল অংশীদারের সম্মিলিত স্বার্থে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেওয়াকে যুক্তিযুক্ত মনে করেছে।’
‘যদিও ক্রিকেট আমাদের জাতীয় আবেগ, তবুও দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। বিসিসিআই ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সকল প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সব সময় জাতীয় স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের পক্ষে থাকবে’- যোগ করেন তিনি।
পাকিস্তানের হামলা শুরু হলে গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি প্রথম ইনিংসের মাঝখানে বাতিল করে। ধর্মশালা ও আশেপাশের বিমানবন্দরগুলো বন্ধ থাকায় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ধর্মশালা থেকে বাসযোগে জালন্ধর যান এবং সেখান থেকে ট্রেনে দিল্লি পৌঁছান। এক ম্যাচ বাতিল হওয়ার একদিন পর টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় আইপিএল।
সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা করে পাকিস্তান। এরপর গত দুদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
আইপিএলের চলতি আসরে পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ধর্মশালার ম্যাচটি বাতিল হয়েছে। গ্রুপ পর্যায়ে আরও ১২টি ম্যাচ রয়েছে। যেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লখনৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই, জয়পুরে। এরপর প্লে-অফ ম্যাচগুলো হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা।