শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট

শ্রীলঙ্কায় দুমাস আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন অনূঢ়া কুমারা দিশানায়েক। এবার আগাম পার্লামেন্ট নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো তার দল ‘জনতা বিমুক্তি পেরুমুনার’ (জেভিপি) নেতৃত্বাধীন বামপন্থি জোট ‘ন্যাশনাল পিপল্স পাওয়ার’ (এনপিপি)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বামপন্থি এনপিপি ১৩৭টিতে জয় পেয়েছে। প্রায় ৬২ শতাংশ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা।

২০২২ সালের জুলাইয়ে অর্থনৈতিক সঙ্কটের আবহে প্রবল জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া। পার্লামেন্ট সদস্যদের ভোটাভুটিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমসিংহ। কিন্তু যে অর্থনৈতিক সঙ্কট রাজাপাকশের বিরুদ্ধে গণবিক্ষোভকে উসকে দিয়েছিল, তা খুব বেশি নিয়ন্ত্রণে আনতে পারেননি রনিল।

রনিলের নেতৃত্বে অনাস্থা জানিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ৫৬ বছরের অনূঢ়াকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছিল শ্রীলঙ্কার জনগণ। প্রেসিডেন্ট হয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সক্রিয় হন তিনি। ফল বলছে সেখানেও সাফল্য মিললো তার।

প্রতিবেদন বলছে, ২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে মাত তিনটি আসনে জেতা এনপিপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উত্তরের জাফনা থেকে পূর্বের বাত্তিকালোয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ভালো ফল করতে চলেছে তামিল জনগোষ্ঠীর দলগুলো। শুক্রবার সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের আসন সংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে বণ্টন করা হয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ৪২.৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন অনূঢ়া। ৩২ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ‘সমাগি জন বলবেগয়ার’ (এসজেবি) নেতা সাজিথ প্রেমদাসা। বিদায়ী প্রেসিডেন্ট ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রধান রনিল বিক্রমসিংহ ১৭ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন।

এবারের পার্লামেন্ট নির্বাচনে রনিলের ইউএনপি কয়েকটি ছোট দলের সঙ্গে নিউ ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফ) গড়ে লড়তে নেমেছিল। পাশাপাশি দুই সাবেক প্রেসিডেন্টগোতাবায়া রাজাপাকসে ও তার দাদা মাহিন্দার নেতৃত্বাধীন ‘শ্রীলঙ্কা পড়ুজানা পেরুমুনা’ (এসএলপিপি) ভোটে অংশ নিয়েছিল।

ফলাফল বলছে, অনূঢ়ার এনপিপি ৬২ শতাংশের বেশি শ্রীলঙ্কাবাসীর সমর্থন নিয়ে পার্লামেন্টে নিরঙ্কুশ গরিষ্ঠ হতে চলেছে। সাজিথের এসজেবি ১৮ শতাংশ ও রনিলের এনডিএফ যথাক্রমে ১৮ এবং ৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ভোটপ্রাপ্তির হিসাবে রাজপাকশের পরিবারের দল এসএলপিপি চতুর্থ।

শ্রীলঙ্কায় এবারের ভোটে ৮ হাজার ৮৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটারের সংখ্যা পৌনে দুই কোটির বেশি। বৃহস্পতিবার প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছিল।

  • Rofiq Kazi

    Related Posts

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন…

    Continue reading
    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছেন ১২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে প্রতিবেশী দেশ লেবাননের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    শাকিবের সঙ্গী বলিউডের নায়িকা, ৮৩ হলে মুক্তি পেলো ‘দরদ’

    শাকিবের সঙ্গী বলিউডের নায়িকা, ৮৩ হলে মুক্তি পেলো ‘দরদ’

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

    আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না: আসিফ নজরুল

    আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না: আসিফ নজরুল

    শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট

    শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট

    ‘চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলব’ বলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    ‘চিৎকার করলে বাচ্চাদের মেরে ফেলব’ বলে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

    ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?