কার্তিকের সর্বকালের সেরা ভারতীয় একাদশে নেই ধোনি

দুজনই উইকেটরক্ষক। মহেন্দ্র সিং ধোনি যখন অটোচয়েজ হয়ে যান, স্বাভাবিকভাবেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় দিনেশ কার্তিকের। ক্যারিয়ারের বড় একটা সময় ধোনির ছায়ার নিচে চাপা পড়ে থাকতে হয়েছে কার্তিককে। সেই হতাশা থেকেই কি এবার ভারতের সর্বকালের সেরা একাদশে ধোনির নামটিই রাখলেন না!

সব ফরম্যাট মিলিয়ে কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি ধোনির। ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন ধোনি। অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার খ্যাতি। ক্যাপ্টেন হিসেবে ভারতকে ৩টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। সেই ধোনিকেই বাদ দিয়েছেন কার্তিক।

অবশ্য একা ধোনিই নন, বাদ পড়েছেন অনেকেই। সৌরভ গাঙ্গুলির নাম নিয়ে আলোচনা করেননি কার্তিক। যদিও তিনি দলে রেখেছেন শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে। বীরেন্দ্র শেবাগকে সর্বকালের সেরা দলের ওপেনার নির্বাচিত করেছেন কার্তিক। জায়গা হয়নি সুনিল গাভাস্কারের।

অবশ্য কার্তিক নিজের বেছে নেওয়া সেরা দলে কোনও উইকেটরক্ষককে রাখেননি। ওপেনে শেবাগের সঙ্গে তিনি রোহিত শর্মাকে জায়গা করে দিয়েছেন। তিন নম্বরে রেখেছেন রাহুল দ্রাবিড়কে, চারে শচিন টেন্ডুলকার। বিরাট কোহলিকে রেখেছেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত নম্বরে কার্তিক বেছে নিয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজাকে। অফস্পিনার হিসেবে দলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। লেগস্পিনার হিসেবে কার্তিকের দলে রয়েছেন অনিল কুম্বলে। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

কার্তিক দ্বাদশ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন হরভজন সিংকে। যদিও তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, গৌতম গম্ভীরের মতো একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের সর্বকালের সেরা দলে জায়গা পাওয়া উচিত। তবে এগারোজনের স্কোয়াডে তো সবাইকে জায়গা করে দেওয়াও সম্ভব নয়।

কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশ
বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

  • Related Posts

    চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

    লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার এক রোমাঞ্চকর ম্যাচে চেলসি ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় পায় ব্লুজরা, যা তাদের আবারও প্রিমিয়ার…

    Continue reading
    হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

    সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ দেখলে প্রতিপক্ষ বোলারদের নাভিঃশ্বাস ওঠার কথা; কিন্তু কলকাদা ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বোলাররা সাহস হারাননি। বরং, ২০০ রানের বিশাল পুঁজিতে আত্মবিশ্বাসী হয়ে বিধ্বংসী বোলিং…

    Continue reading

    ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা

    প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন

    প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন

    পাহাড়ে লেগেছে উৎসবের রঙ

    পাহাড়ে লেগেছে উৎসবের রঙ

    চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

    চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

    বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

    বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

    বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

    বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

    শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস-নরেন্দ্র মোদী

    শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস-নরেন্দ্র মোদী

    ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান

    মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান

    হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

    হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা