যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। কিন্তু এই নির্বাচনের জোয়ার এবার একটু ভিন্নভাবে লেগেছে ওয়াশিংটনের ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে।
ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন ওই গ্রামের বাসিন্দারা। কারণ তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে বহু বছর আগে জন্ম নিয়েছিলেন পিভি গোপালান, কমলা হ্যারিসের নানা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই গ্রামের অধিবাসী জি মানিকানদার বলেছেন, হ্যারিসের সাফল্য কামনায় মঙ্গলবার সকালে মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি জিতলে এরপর উৎসবের আয়োজন করা হবে।
জানা যায়, গোপালান ও তার পরিবার পরবর্তীতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে চলে যান। সেখানে তিনি উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
চার বছর আগে ডেমোক্র্যাট পার্টির জয়ের পর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রামটি বিশ্ববাসীর নজরে আসে।
উল্লেখ্য, কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপের ফলে।