সাফ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হলো না স্বাগতিক নেপালের। ঘরের মাঠের টুর্নামেন্টে শুরুতেই হোঁচট খেয়েছে তারা। শুক্রবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ভুটান।
গ্রুপের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ হারা শ্রীলঙ্কা শুক্রবার ১-০ গোলে হারিয়ে দিয়েছে মালদ্বীপকে। ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন মাহামুতো। নেপালের পরের ম্যাচ ২১ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।
সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলে নিজেদের এগিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন ভুটানের মেয়েরা। এবার শক্তিশালী নেপালকে রুখে দিয়ে ২০২২ সালে ৪-০ গোলে হারের প্রতিশোধ নিয়েছে ভুটান।
শনিবার সাফের কোনো ম্যাচ নেই। পরের দিন বাংলাদেশ শুরু করবে শিরোপা ধরে রাখার মিশন। দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে
পাকিস্তান প্রথম ম্যাচে ৫-২ গোলে হেরেছে ভারতের কাছে। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেই উঠে যাবে সেমিফাইনালে, নিশ্চিত হবে ভারতের সেমিফাইনালও।