বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সরব ছিলেন। এখনও দেশের পরিস্থিতি নিয়ে ফেসবুকে নানা পোস্টর মাধ্যমে আলোচনায় থাকেন তিনি। দেশ সংস্কার নিয়ে সম্প্রতি কথা বলেছেন এই নির্মাতা।
ছাত্র আন্দোলনের সময়গুলোতে সম্মখসারিতে দাঁড়িয়ে দাবি জানান নিপুণ। বরাবরই সামাজিকমাধ্যমে নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে।
ছাত্র-জনতার এক দফা দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে। এবার সেই সংস্কার বিষয়ে মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন।
নিজের ফেসবুকে রোববার (২৯ সেপ্টেম্বর) একটি পোস্ট করেন এই নির্মাতা। যেখানে তিনি লেখেন, যদি সত্যিকারের সংস্কার করতে চান তাহলে নিজেদের কোমরের জোর দিয়ে করেন। কারো হুমকি ধামকির ভয়ে না। দেশ আপনাদের সেই জায়গায় বসাইছে আপনাদের ওপর ভরসা রেখেই। আমি তো ভয় দেখাবো, আমাকে ভয় পেলে আপনার চলবে?
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দ্বিতীয়বারের মতো পুনর্গঠন করে নাম দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়।
প্রথম তালিকায় বোর্ড সদস্যের অন্যতম ছিলেন আশফাক নিপুন। প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর নবগঠিত সদস্যদের নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজেকে সরিয়ে নেন এই নির্মাতা।