ঘুরে দাঁড়াতে একাদশে যে পরিবর্তন আনল বাংলাদেশ

চেন্নাই টেস্টে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য দ্বিতীয় ও শেষ টেস্টটি পরিণত হয়েছে সিরিজ হার এড়ানোর। এমন টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঘুরে দাঁড়াতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত অবশ্য চেন্নাই টেস্টের একাদশেই আস্থা রেখেছে।

কানপুরের কন্ডিশন বিবেচনায় নিয়ে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। অর্থাৎ একজন পেসার কমিয়ে স্পিনে জোর দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ২ পেসার ও তিন স্পিনার দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের একাদশ সাজানো হয়েছে তিন পেসার ও দুই স্পিনারে।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে হওয়া সেই টেস্টে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর।

কানপুরের গ্রিন পার্কে এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সম্ভব হয়নি। পরে টস পিছিয়ে সাড়ে ১০টায় হয়। এখন ১১ টায় শুরু হবে ম্যাচ। যেখানে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋশভ পান্ত, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

  • Related Posts

    আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

    অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানালেও এখনই রাজপথ না ছাড়তে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা…

    Continue reading
    জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে

    আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়ছে। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ তথ্য…

    Continue reading

    আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

    আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

    জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে

    জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে

    নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ

    নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ

    কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

    কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা