অভিনেত্রী রওশন আরা হোসেন ভালো নেই”পারকিনসনস রোগে ভুগছেন”

মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন ভালো নেই। তাঁর ছেলে-মেয়ে দুজনই কানাডা ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করার কারণে তিনিও দুই দেশ মিলিয়ে থাকেন। এই মুহূর্তে তিনি ছেলের কানাডার ক্যালগ্যারির বাড়িতে আছেন। আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অভিনয়শিল্পীর ছেলে তাশফিন হোসেন জানান যে তাঁর মা পারকিনসনস রোগে ভুগছেন।

অভিনয়শিল্পী রওশন আরা হোসেনের স্বামী দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন। এই অভিনয়শিল্পী দম্পতি একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। এই মুহূর্তে ছেলে তাশফিন হোসেনের কানাডার ক্যালগ্যারির বাড়িতে আছেন রওশন আরা হোসেন। মায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে তাশফিন বলেন, ‘আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। ভালো করে কথা বলতে পারেন না। চলতে তো পারেনই না।’

জামালউদ্দিন হোসেনও গুরুতর অসুস্থ। তাঁকে কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগ্যারিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন টেলিভিশন ও মঞ্চনাটকের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী দম্পতি জামালউদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন। এর মধ্যে গত বুধবার জামালউদ্দিন হোসেন হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর ইউরিন ইনফেকশনের কথা বলেন, এমনটাই জানিয়েছেন তাশফিন হোসেন। কানাডার স্থানীয় সময় সোমবার সকালে জানা যায়, জামালউদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে শ্বাস–প্রশ্বাস নিতে পারছেন না। এরপর চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। কানাডার ক্যালগ্যারি থেকে এমনটাই জানিয়েছেন এই অভিনয়শিল্পীর ছেলে তাশফিন হোসেন।

সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর অভিনয়ে একেবারেই অনিয়মিত ছিলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে ছিলেন। মাঝেমধ্যে যখন দেশে আসতেন, টুকটাক অভিনয় করতেন। তবে সাত-আট বছর ধরে একেবারেই অভিনয়ে নেই। জামালউদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। মেয়ে তাঁর পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে।

কানাডার ক্যালগ্যারি থেকে তাশফিন হোসেন আজ বাংলাদেশ সময় সকালে বলেন, ‘আব্বা আসলে খুবই অসুস্থ। এখন ভেন্টিলেশনে আছেন। কানাডার স্থানীয় সময় সোমবার সকাল থেকে তাঁকে এখানকার রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। প্রথমে বাসায় খুব অসুস্থ বোধ করছিলেন। এরপর হাসপাতালে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, আব্বার ইউরিন ইনফেকশন। এর আগেও আব্বার এমন হয়েছিল। এবার আব্বার শরীরে এমন একটা ব্যাকটেরিয়া পেয়েছে, যেটা দ্রুত ফুসফুসে ছড়িয়ে নিউমোনিয়া হয়ে গেছে। আব্বার বয়স ও স্বাস্থ্যগত অন্যান্য অবস্থার কারণে তিনি ফাইট করতে পারছেন না। অনেক কাবু হয়ে গেছেন। শ্বাস-প্রশ্বাসপ্রক্রিয়া মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবে আব্বা নিশ্বাস নিতে পারছেন না, তাই ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।’

তাশফিন জানান, অভিনয়শিল্পী বাবা জামালউদ্দিন হোসেনের বয়স এখন ৮১। এর আগেও তাঁর দুইবার স্ট্রোক হয়েছে। তিনি এ–ও বলেন, ‘আসলে কোভিডের সময় আব্বার প্রোস্টেট ক্যানসার হয়েছিল। ওইটার পর থেকে আব্বাকে দেখছি না যে তিনি একটানা বেশ কয়েক দিন ভালো থাকছেন। কিছুদিন পরপরই তিনি অসুস্থ হয়ে পড়ছেন।’

  • Related Posts

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮৭ আসামিসহ ১৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। এসব শিক্ষার্থী মূলত ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই টার্গেট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।…

    Continue reading

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর