কানপুরের সবুজ উইকেটেও কুলদীপকে একাদশে চান মাঞ্জরেকার

চারজন পেসার, চারজন স্পিনার—কানপুর টেস্টের জন্য চেন্নাইয়ের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন ভারতের নির্বাচকেরা। কিন্তু কানপুরে একাদশ পরিবর্তনের আহ্বানই জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানের ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।

মাঞ্জরেকারের চাওয়া সেই পরিবর্তন কী? দলে অসাধারণ চারজন স্পিনার আছেন—রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তাঁদের তিনজনকে খেলানোর পরামর্শ দিয়েছেন মাঞ্জরেকার। অশ্বিন ও জাদেজার সঙ্গে নিতে বলেছেন কুলদীপকে। চেন্নাইয়ে একাদশে ছিলেন না কুলদীপ। তিন পেসার যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের সঙ্গে খেলেছেন দুই স্পিনার, অশ্বিন ও জাদেজা।

অশ্বিন আর জাদেজা শুধুই স্পিনার নন, তাঁরা মূলত স্পিনিং অলরাউন্ডার। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ভারতের ব্যাটিং যখন দিশাহারা, ব্যাট হাতে এগিয়ে আসেন অশ্বিন ও জাদেজা। সপ্তম উইকেটে দুজনে মিলে করেছেন ১৯৯ রান। অশ্বিন ১১৩ বলে করেছেন ১১৩ রান, জাদেজা আউট হয়েছেন ৮৬ রান করে। ভারতও প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৩৭৬ রান।  

তিন স্পিনারের দুজন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা তো অলরাউন্ডারই। তাহলে কুলদীপকে শুধুই একজন স্পিনার হিসেবে কানপুর টেস্টে নেওয়া যেতেই পারে। কিন্তু কানপুরে সবুজ উইকেট হবে বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ের এবারের উইকেট অতটা স্পিনবান্ধব ছিল না বলেই তাঁকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের নির্বাচকেরা। কিন্তু শেষ দিকে ঠিকই স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়েছেন।

মাঞ্জরেকার অবশ্য মনে করেন, উইকেট যেমনই হোক কুলদীপকে একাদশে রাখা উচিত। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমি মনে করি, কুলদীপ যাদবকে বসিয়ে রাখা এত সহজ নয়। আমি বিশ্বাস করি, উইকেট যদি টার্নিং না–ও হয়ে থাকত, তাহলেও চেন্নাইয়ে কুলদীপ যাদবকে খেলিয়ে সুবিধা নেওয়া উচিত ছিল ভারতের। কারণ, ভারতের পিচে সিমাররা এক থেকে দেড় দিনই শুধু সুবিধা পাবে। এরপর উইকেট স্পিনারদের সাহায্য করতে শুরু করে।’

মাঞ্জরেকার এরপর যোগ করেন, ‘কানপুরে ভারতের এই মনোভাব নিয়েই খেলা উচিত। সেখানকার পিচ যদি সবুজও হয় এবং সূর্য মেঘের আড়ালে থাকে, তাহলেও তাদের মনে রাখতে হবে সবুজ উইকেট (পেসারদের)) শুধু কয়েক ঘণ্টাই সাহায্য করবে আর এর সুবিধা নেওয়ার জন্য বুমরা ও সিরাজই যথেষ্ট। আপনার হাতে যখন তিনজন পরীক্ষিত স্পিনার থাকবে, তিনজনকেই খেলানো উচিত।’

  • Rofiq Kazi

    Related Posts

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে। অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের…

    Continue reading
    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের তুলে নিয়ে যাওয়া ৬ মেইতেই জাতিগোষ্ঠির সদস্যের লাশ উদ্ধার করেছে আসাম পুলিশ।   মেইতেইদের দাবি, সশস্ত্র কুকি-মার বাহিনী ত্রাণশিবির থেকে এই ছ’জনকে অপহরণ করেছিল। উদ্ধার করা লাশের…

    Continue reading

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    গৃহবধূর লাশ ফ্রিজে পুলিশের গ্রেপ্তার করা তিন আসামির ভাষ্য ‘একই রকম’

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সিরিজ হার ঠেকাতে পাকিস্তানের চাই ১৪৮

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়