হ্যারি ‘চার গোল’ কেইন পেনাল্টির হ্যাটট্রিকে প্রথম

ডেনিস ভায়োলেট, রে ক্রফোর্ড, অ্যালান স্মিথ ও হ্যারি কেইন।

প্রথম তিনজনকে অচেনা লাগা অস্বাভাবিক কিছু না। ডেনিস ভায়োলেট ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ‘বাসবি বেবস’দের একজন, মিউনিখ বিমান দুর্ঘটনায় যিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। ‘জাঙ্গল বয়’খ্যাত রে ক্রফোর্ড পঞ্চাশ ও ষাটের দশকে খেলেছেন ইংলিশ ফুটবলে, মালয় (এই সময়ের মালয়েশিয়া) ও ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। আর অ্যালান স্মিথ আশি ও নব্বইয়ের দশকে খেলেছেন আর্সেনালে। এখন তো পুরোদস্তুর ফুটবলপণ্ডিত। চতুর্থ ভদ্রলোককে কি পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে?

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতেবায়ার্ন মিউনিখ ৯: ২ দিনামো জাগরেব। ৯ গোলের ৪টিই করেছেন তালিকার চতুর্থজন হ্যারি কেইন। ইংল্যান্ড কিংবদন্তি ৪ গোল করায় ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন বাকি তিন ভদ্রলোক। কারণ, ইউরোপিয়ান কাপের (১৯৯২ থেকে চ্যাম্পিয়নস লিগ) ইতিহাসে চতুর্থ ইংলিশ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ন্যূনতম চার গোল করলেন কেইন।

বাকি তিনজনের নাম এখন না বললেও চলে। ঠিকই ধরেছেন, ভায়োলেট, ক্রফোর্ড ও স্মিথ।

১৯৫৬ সালে ইউরোপিয়ান কাপে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচে ৪ গোল করেছিলেন ইনসাইড ফরোয়ার্ড হিসেবে খেলা ভায়োলেট। ছয় বছর পর ১৯৬২ ইউরোপিয়ান কাপে ফ্লোরিয়ানার বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন ইপসউইচ টাউনে খেলা ক্রফোর্ড। ২৯ বছর পর ১৯৯১ ইউরোপিয়ান কাপে অস্ট্রিয়া ভিয়েনের বিপক্ষে ম্যাচে চার গোল করেন স্মিথ। তাঁর সেই কীর্তির ৩৩ বছর পর প্রথম ইংলিশ হিসেবে গতকাল রাতে ৪ গোল করলেন কেইন।

কেইনের করা ৪ গোলের তিনটি এসেছে পেনাল্টি থেকে। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল অপ্টা জো জানিয়েছে, ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ সংস্করণ মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পেনাল্টির হ্যাটট্রিক করলেন কেইন। উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ সংস্করণে ২০তম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৪ গোল করলেন বায়ার্ন তারকা। চ্যাম্পিয়নস লিগে ওয়েইন রুনিকে টপকে ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ (৩৩) গোলের রেকর্ডও কাল গড়েছেন কেইন।

ম্যাচ শেষে ডিএজেডএন স্পোর্টসকে কেইন বলেছেন, ‘অসাধারণ ম্যাচ। একটু পাগলাটেও। এত গোল করায় রাতটাও দারুণ কাটল। সত্যি বলতে দ্বিতীয় গোলের পর বুঝতে পারছিলাম না তৃতীয়টি কীভাবে নেব। সৌভাগ্যজনকভাবে লক্ষ্যভেদ করতে পেরেছি।’ পেনাল্টি থেকে ৩ গোল করা নিয়ে কেইনের ভাষ্য, ‘এই প্রথম এক ম্যাচে (পেনাল্টি থেকে) ৩ গোল করলাম। এমন কিছু তো হয় না বললেই চলে।’

  • Related Posts

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য- তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,…

    Continue reading
    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গো নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ওই…

    Continue reading

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব