পেন্টাগনে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে সাংবাদিকদের প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার (২৩ মে) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক আদেশে এই বিধিনিষেধ কার্যকর করেন। এর ফলে এখন থেকে পেন্টাগনের বেশিরভাগ এলাকায় সাংবাদিকদের সরকারি অনুমতি ও দেহরক্ষী ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য জরুরি। হেগসেথ বলেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ও কার্যক্রমের নিরাপত্তা রক্ষা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একেবারে অপরিহার্য।

তবে ‘পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন’ এই সিদ্ধান্তকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পরেও বিভিন্ন প্রশাসনের অধীনে সাংবাদিকরা অনিরাপত্তা শ্রেণির স্থানে অবাধে প্রবেশ করতে পেরেছেন—এ ধরনের নিরাপত্তা উদ্বেগ তখনো ছিল না।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, এই হালনাগাদ ব্যবস্থা গৃহীত হয়েছে সংবেদনশীল তথ্য রক্ষা এবং মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে বাঁচাতে।

নতুন নিয়ম অনুযায়ী:

* প্রেস সদস্যদের নতুন পরিচয়পত্র দেওয়া হবে যাতে তাদের সাংবাদিক পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত থাকবে।
* তারা জাতীয় গোয়েন্দা তথ্য ও সংবেদনশীল উপাত্ত রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার জানাবেন।
* ভবিষ্যতে সাংবাদিকদের জন্য আরও কঠোর নিরাপত্তা-ব্যবস্থা ও অনুমোদন প্রক্রিয়ার ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

এদিকে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই মার্কিন প্রশাসন ‘লিক’ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ পর্যন্ত অন্তত তিনজন কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে নতুন কিছু ট্রাম্পঘনিষ্ঠ গণমাধ্যম—যেমন নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে সেখানে জায়গা দেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কিছু কর্মীকে পলিগ্রাফ (মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা) দিতে বাধ্য করা হয়েছে বলেও একটি প্রতিবেদনে দাবি করা হয়।

হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁসকারীদের প্রতি শূন্য সহনশীলতা দেখাবেন এবং এসব ফাঁসের জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

  • Related Posts

    সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা

    সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বৈঠক শেষে…

    Continue reading
    পশ্চিমবঙ্গে ফের করোনার সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ

    পশ্চিমবঙ্গে আবারও করোনার চোখরাঙানি। সংখ্যায় কম হলেও ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এখন এই ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। সম্প্রতি সেখানে চার জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা

    সবাই একসঙ্গে বসায় মনে সাহস পেলাম: প্রধান উপদেষ্টা

    পশ্চিমবঙ্গে ফের করোনার সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ

    পশ্চিমবঙ্গে ফের করোনার সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ

    কুমিল্লায় তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

    কুমিল্লায় তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

    আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

    আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

    মুক্তির ২ দিনে কত আয় করল ‘ভুলচুক মাফ’

    মুক্তির ২ দিনে কত আয় করল ‘ভুলচুক মাফ’

    যুক্তরাজ্যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

    যুক্তরাজ্যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

    পেন্টাগনে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের

    পেন্টাগনে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের

    পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

    পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

    কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা

    কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা