
নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শনিবার (২৪ মে) রাতে শ্যামগঞ্জ-দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলার ছৌছাউরা গ্রামের অটোরিকশা চালক নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শ্যামগঞ্জ বাজারে ঘাতক কাভার্ডভ্যানের চালক রাসেল মিয়া (৩০) ও হেল্পার মেহেদী হাসান (২৬)কে স্থানীয়রা আটক করে ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজেই তার ব্যাটারি চালিত অটোরিকশায় স্ত্রীসহ মেয়ে সুমাইয়া এবং শ্যালককে নিয়ে বাড়ি ফিরছিলেন।
সন্ধ্যার পর পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত হওয়া নিহত নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া এবং তার শ্যালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরে আলম সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান।