
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালে ১০ শিক্ষার্থী অজ্ঞাতনামা রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আতঙ্কে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়টির দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে রাজিয়া আক্তার নামে এক শিক্ষার্থী দুপুরে ক্লাশ চলাকালে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওই শ্রেণির একে একে তানিশা করিম, তাজমী আক্তার, হাফছা আক্তার, লিজা আক্তার, হাজিয়া আক্তার, মেহেরুন নেছা, ৬ষ্ঠ শ্রেণির আকসানা আক্তার ও ৭ম শ্রেণির তাইয়েবা আক্তারসহ ১০ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় রাজিয়া আক্তার, হাজিয়া আক্তার, হাফসা আক্তার ও তাজমী আক্তারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার জানায়, সকাল ১০টার দিকে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে দুপুরের দিকে একে একে ১০ থেকে ১২ জন ছাত্রী অসুস্থ হয়। অসুস্থ ছাত্রীদের দেখেই অনেকের এমন হয়েছে।
আফাজউদ্দিন নামে এক অভিভাবক ক্ষুব্ধ হয়ে বলেন, কোনো শিক্ষার্থী স্কুলে অসুস্থ হলে শিক্ষকরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন না। ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হলেও কোনো শিক্ষককে তাদের পাশে পাওয়া যায়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাহমিনা আক্তার বলেন, একটি স্কুলের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ধরন দেখে মনে হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে।
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার তিনি উপজেলার একটি কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার পর স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।