
হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লার লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রামপুর মধ্যপাড়া বেপারীবাড়ির মোহাম্মদ শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসসুন্নাত নেছারিয়া ওয়ালিয়া দীনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন মাদ্রাসার অদূরে একটি গাছের ডাল কাটার জন্য গাছের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রতিবেশী জাফর খানের বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ করেন। পরে আশিকুর রহমান (১৬) নামে এক ছাত্র ডাল কাটে। এ সময় ডাল পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ইত্যবসরে মাদ্রাসা থেকে ফিরে প্রতিবেশী জাফর খানের ছেলে মিনহাজ সুইচটি অন করে দেয়।
এদিকে, ডাল কাটা শেষে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দেওয়ার সময় হাফেজ জাকির হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জুনায়েদ হোসেন (১৪) ও তাইয়্যেবা (৯) নামে নিহতদের দুটি সন্তান রয়েছে।
উল্লেখ্য, জাফর খান বাড়ি থেকে প্রায় ৫শ গজ দূরে অবৈধভাবে লাইন টেনে মাছের বেরিতে পানির মেশিন চালাতেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।