আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

দেশে মার্ভেল মুভি ভক্তরা অপেক্ষায় রয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমা ‘থান্ডারবোল্টস’র। কিন্তু দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এখনও নিজেদের ঘোষিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেনি সিনেমাটি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হলিউডের মার্ভেল সিনেপ্রেমী দেশী ভক্তরা। অনেকে আবার সিনেমা হলে দিয়েছেন হামলার হুমকিও।

দুই সিনেমার পাশাপাশি শো চলছে ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমারও। কিন্তু  সিনেমাগুলো নিয়ে হতাশা প্রকাশ করছেন ভক্তরা।

বৃহস্পতিবার (১৫ মে) স্টার সিনেপ্লেক্সের অফিশিয়াল ফেসবুক পেজে ফুটে উঠে ভক্তদের ক্ষোভের দৃশ্য। ওই দিন স্টার সিনেপ্লেক্সের অফিশিয়াল ফেসবুক পেজ ‘মাইনক্রাফট’, ‘জয়া আর শারমিন’সহ একাধিক দেশীয় সিনেমার পোস্টার আপলোড দিয়ে জানায়, সিনেমাগুলো ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে।

স্টার সিনেপ্লেক্সের এমন পোস্টের পরই ক্ষোভে ফেটে পড়ে দর্শক। মন্তব্যের ঘরে নেটিজেনরা জানান, সিনেপ্লেক্সে দেশীয় সিনেমা আর দেখতে চান না তারা।  বরং হলিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলো একই দিনে দেশের প্রেক্ষাগৃহে উপভোগ করতে চান। 

গত ২ মে মুক্তি পাওয়া ‘থান্ডারবোল্টস’ এখনও দেশীয় হলে মুক্তি না পাওয়ার হতাশা প্রকাশ করে অনেকে স্টার সিনেপ্লেক্সকে বয়কটেরও ডাক দেন। অনেক ভক্ত আবার ২৫ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘সুপারম্যান’ এবং ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ নিয়ে হুমকি দেন স্টার সিনেপ্লেক্সকে। সিনেমা তিনটি বিশ্বব্যাপী মুক্তির দিনই যদি দেশে মুক্তি দেয়া না হয় তবে দর্শকরা স্টার সিনেপ্লেক্সে হামলা চালাবে এমন হুমকিও দেন হলিউড সিনেপ্রেমী ভক্তরা।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. খালেদ শাম্মির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সময় সংবাদকে বলেন,

‘থান্ডারবোল্টস’ সিনেমা হলে মুক্তি দেয়ার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। বিদেশি সিনেমা মুক্তি দেয়ার কিছু প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া শেষ হলে শিগগিরই ‘থান্ডারবোল্টস’ মুক্তি দেয়া হবে।

প্রেক্ষাগৃহে ‘থান্ডারবোল্টস’ দেরিতে মুক্তি দেয়া প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা (মিডিয়া ম্যানেজার) মেজবাহ উদ্দিন আহমেদও সময় সংবাদকে জানান একই কারণ। বলেন,

বিদেশি সিনেমাগুলো আসলে কিছু প্রক্রিয়া পেরিয়েই সিনেমা হলে মুক্তি দেয়া হয়। আশা করি, প্রক্রিয়া শেষ হলেই সময় মতো হলে ‘থান্ডারবোল্টস’মুক্তি দিতে পারবো।

বিদেশি সিনেমা হলে মুক্তি না দেয়ার জন্য কোনো বাধা বা সরকারিভাবে কোনো চাপ রয়েছে কি না, এমন বিষয় জানতে চাইলে মেজবাহ বলেন,

বিদেশি সিনেমা বলে প্রেক্ষাগৃহে হলিউডের সিনেমা মুক্তি দিতে পারছি না, সরকারি কিংবা অন্য কোনো চাপ আছে, বিষয়টা এমন নয়। আসলে বিদেশের সিনেমাগুলো দেশীয় হলে মুক্তি দিতে হলে কিছু প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। সে প্রক্রিয়ার কারণেই ‘থান্ডারবোল্টস’ হলে মুক্তি দিতে দেরি

এদিকে হলিউডের আলোচিত সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন’ মুক্তি পাচ্ছে আজ ১৬ মে। অন্যদিকে আগামী ২৩ মে মুক্তি পাচ্ছে টম ক্রজ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রিকোনিং’। এ দুটি সিনেমাও হলিউডে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ক্রমান্বয়ে প্রদর্শিত হবে। ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘সুপারম্যান’,‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ও একে একে হলে মুক্তি দেয়ার আশা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্স।

  • Related Posts

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান