
মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মুসা জামির।
মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন এই মন্ত্রী।
মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কাটা হয় কেক। এরপর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের মানুষের ত্যাগের কথা স্মরণের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
দুই দেশের শান্তি ও সংস্কৃতির বন্ধন অভিন্ন উল্লেখ করে হাইকমিশনার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দক্ষিণ এশিয়ার একটি গতিশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দারিদ্র্য, বিশ্বশান্তি রক্ষা, শিক্ষা, নারী ক্ষমতায়ন, ডিজিটাল উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
হাইকমিশনার রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালদ্বীপের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের তাদের নিজ দেশের ফেরার ব্যাপারে সব দেশের সহযোগিতা কামনা করেন।