বাংলাদেশকে অভিবাসী শ্রমিক তদন্ত প্রত্যাহারের অনুরোধ মালয়েশিয়ার

মালয়েশিয়া সরকার বাংলাদেশকে অনুরোধ করেছে, দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন সংক্রান্ত যেসব ‘অপ্রমাণিত অভিযোগ’ রয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করে প্রত্যাহার করতে।

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ—যার বেশিরভাগই ভিত্তিহীন—মালয়েশিয়ার সুনামকে প্রভাবিত করছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আজমান মোহাম্মদ ইউসুফ এক চিঠিতে লিখেছেন, যার তারিখ ছিল ২৩ এপ্রিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গ নিউজ আরও জানিয়েছে, চিঠির একটি অনুলিপি পর্যালোচনা করেছে। এটি পাঠানো হয়েছিল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভুঁইয়ার কাছে। এক কর্মকর্তা যিনি বিষয়টি সম্পর্কে অবগত, তিনি চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

দুই দেশ বর্তমানে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু করার বিষয়ে আলোচনা চলছে। এক বছর আগে, মালয়েশিয়া এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছিল, যখন ব্যাপকভাবে অভিযোগ ওঠে যে—শ্রমিকরা হাজার হাজার ডলার পরিশোধ করেও প্রতিশ্রুত চাকরি পাননি। এ নিয়ে জাতিসংঘের পক্ষ থেকেও তীব্র সমালোচনা করা হয়। এরপর থেকে বাংলাদেশের পুলিশ ও দুর্নীতি দমন কমিশন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করে।

আজমান তার চিঠিতে নিয়ামতকে অনুরোধ করেছেন, সব মুলতুবি অভিযোগ পুনর্বিবেচনা করতে এবং যেগুলোর প্রমাণ নেই, সেগুলো প্রত্যাহার করতে—যেন মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মানবপাচার পরিস্থিতি (টিআইপি) রিপোর্টে ভালো অবস্থানে থাকতে পারে।

‘এর পাশাপাশি, আমরা এমন একটি আনুষ্ঠানিক ব্যবস্থা চাচ্ছি, যার মাধ্যমে পূর্বে খারিজ করা মামলাগুলো যেন আবার নতুন করে খোলা না হয়,’ আজমান লিখেছেন।

নেয়ামত এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ মন্ত্রিসভার সদস্য আসিফ নজরুল চিঠি প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকার চিঠিটির জবাব দিয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

এই চিঠি পাঠানো হয়েছে এমন এক সময়ে, যখন মালয়েশিয়া ও বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা শ্রমিক নিয়োগ বিষয়ক বৈঠকে বসতে যাচ্ছেন। নিয়ারমত ও আসিফ নজরুল বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে পুত্রজায়ায় সাক্ষাৎ করেন।

ব্লুমবার্গ নিউজ আরও জানিয়েছে, শ্রম অভিবাসন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলেও, এতে এমন সব খরচ জড়িত থাকে যা শ্রমিকদের ঋণের বোঝায় ফেলে এবং বিদেশে যাওয়ার পর তাদের নির্যাতনের ঝুঁকিতে ফেলে দেয়।

মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য প্রধান গন্তব্যগুলোর একটি। গত দুই দশকে ১০ লাখের বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করতে গেছেন এবং ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ৯ লাখ ৪৫ হাজার বাংলাদেশি সেখানে অবস্থান করছেন—সরকারি পরিসংখ্যান অনুযায়ী। মানবাধিকার কর্মীরা বহু বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী শ্রমিকদের নির্যাতন, এমনকি ঋণের জালে আটকা পড়ার ঘটনাও নথিভুক্ত করেছেন।

এসব ঘটনা মালয়েশিয়ার মানবপাচার সংক্রান্ত রেকর্ডকে প্রভাবিত করেছে। গত এক দশকের অধিকাংশ সময় ধরেই যুক্তরাষ্ট্র বলছে, মালয়েশিয়া মার্কিন মানবপাচার শিকার সুরক্ষা আইন অনুযায়ী ন্যূনতম মান পূরণ করতে ব্যর্থ হচ্ছে। গত ১০ বছরে অন্তত ৮ বার যুক্তরাষ্ট্র বলেছে—মালয়েশিয়া হয় যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, নয়তো নেওয়া পদক্ষেপগুলো সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়।

মানবপাচার সংক্রান্ত রিপোর্টে নিম্ন রেটিং থাকলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা তহবিল পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য বহুপাক্ষিক সংস্থায় ঋণ গ্রহণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাধা দিতে পারে।

গত বছর বাংলাদেশ শ্রম অভিবাসন সংক্রান্ত তদন্ত শুরু করে। গত অক্টোবরে, বাংলাদেশ পুলিশ মালয়েশিয়া সরকার দুজন ব্যবসায়ীকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে নিতে অনুরোধ করে, যাদের বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের পাচার, অর্থপাচার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও একদল রিক্রুটমেন্ট এজেন্সির মালিক ও সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে, যাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে দুর্নীতির অভিযোগ রয়েছে।

  • Related Posts

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    তিন দফা দাবি আদায়ে শুক্রবার জুম্মার নামাজের পর গণ-অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাকরাইল মোড়েই অবস্থান করবেন। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত…

    Continue reading
    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি রাতেও চলছে। রাতভর এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বৃহস্পতিবার (১৫ মে) দিনভর আন্দোলনের পর গভীর রাতেও কাকরাইল মসজিদ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    সকালে সমাবেশ, জুম্মার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    রাতভর আন্দোলনে সরব জবি শিক্ষকরাও

    ইসরায়েলি বর্বর হামলা একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৫৩ হাজার ছাড়ালো

    ইসরায়েলি বর্বর হামলা একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৫৩ হাজার ছাড়ালো

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বেনজেমার দল

    দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বেনজেমার দল

    ট্রেলার প্রকাশ্যে, বয়কটের মুখে আমিরের ‘সিতারে জমিন পার’

    ট্রেলার প্রকাশ্যে, বয়কটের মুখে আমিরের ‘সিতারে জমিন পার’

    বাংলাদেশকে অভিবাসী শ্রমিক তদন্ত প্রত্যাহারের অনুরোধ মালয়েশিয়ার

    বাংলাদেশকে অভিবাসী শ্রমিক তদন্ত প্রত্যাহারের অনুরোধ মালয়েশিয়ার

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ৩২ ঘণ্টা ধরে চলছে আন্দোলন, নেই আশ্বাস

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    ইউক্রেনে শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না: ট্রাম্প

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩