
৬ বলে দরকার ৮ রান। হাতে ২ উইকেট। উত্তেজনার পারদ তখন চরমে। কিন্তু আন্দ্রে রাসেলের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সব উত্তেজনায় জল ঢেলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৮ বলে ১৭ রানের দায়িত্বশীল ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ২ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছাড়লেন সাবেক অধিনায়ক।
এর আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাইয়ের ১২ ম্যাচে এটি মাত্র তৃতীয় জয়। ১২ ম্যাচে ৬ নম্বর হার দেখা কলকাতা এখনও প্লে অফের দৌড়ে টিকে রয়েছে।
চেন্নাইয়ের লক্ষ্য ছিল ১৮০ রানের। শূন্য করে দুই ওপেনার আয়ুশ এমহাত্রে আর ডেভন কনওয়ে ফিরলেও পরে ডেওয়াল্ড ব্রেভিস আর শিভাম দুবের ব্যাটে রান তাড়ার পথ খুঁজে পায় চেন্নাই। ব্রেভিস ২৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৪৫ করেন দুবে।
এর আগে ১৮তম ওভারে মাথিসা পাথিরানা দিয়েছিলেন ১৪ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে তিনি করলেন টাইট বোলিং। ফলে পুঁজিটা প্রত্যাশিত হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৬ উইকেটে ১৭৯ রানে থেমে যায় কলকাতা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (৯ বলে ১১) হারালেও এরপর সুনিল নারিন আর আজিঙ্কা রাহানের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৭ রান তুলেছিল কলকাতা।
নারিন ১৭ বলে ২৬ করে অষ্টম ওভারে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই আউট হন অঙ্কৃশ রঘুবানসি (১)। এরপর দলকে একশ পার করে দেন রাহানে। ৩৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৮) এসে ফেরেন কলকাতা অধিনায়ক।
উইকেটে এসেই মেরে খেলতে থাকেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ করেন ৪ চার আর ৩ ছক্কায়। রিঙ্কু সিং ফেরেন ৬ বলে ৯ করে।
এরই মধ্যে উইকেটে সেট হয়ে যান মনিশ পান্ডে। যদিও শেষদিকে সেভাবে হাত খুলতে পারেননি। মাথিসা পাথিরানার শেষ ওভারে মাত্র ৬ রান নিতে পারে কলকাতা। মনিশ ২৮ বলে একটি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন।
৩১ রান খরচায় ৪টি উইকেট নেন চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ।